তারাদের দেশে বাংলায় জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রাণপুরুষ সৌমেন মুখোপাধ্যায়

প্রয়াত বাংলায় জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রাণপুরুষ সৌমেন মুখোপাধ্যায়। শুক্রবার রাত ৮টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮১ বছর। বাংলায় জ্যোতির্বিজ্ঞান চর্চাকে ছড়িয়ে দিতে আজীবন নিবেদিতপ্রাণ ছিলেন তিনি। তাঁর লেখা একাধিক বই বাংলায় জ্যোতির্বিজ্ঞান চর্চাকে সমৃদ্ধ করেছে।

স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সৌমেনবাবু। সহজ ভাষায় জ্যোতির্বিজ্ঞানের জটিল তত্ত্ব ব্যাখ্যা করতে পারতেন অনর্গল। মিতভাষী সৌমেনবাবু ‘আকাশ চেনার হাতেখড়ি’, ‘এক আকাশ তারা’, ‘আকাশ দেখা’-র মতো একাধিক তথ্যসমৃদ্ধ বই লিখেছেন। যে বই আগামীতেও বাঙালিকে বাংলায় জ্যোতির্বিজ্ঞান চর্চায় প্রণোদিত করবে।

গত কয়েক দশকের একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষীও ছিলেন সৌমেনবাবু। ১৯৯৫ সালের সূর্যগ্রহণ, ১৯৯৪ সালে ধূমকেতু শ্যুমেকার – লেভি নাইনের বৃহস্পতির বুকে ভেঙে পড়ার মতো ঘটনার সাক্ষী ছিলেন তিনি। টেলিস্কোপ নিয়ে মাঠে ময়দানে চলে যেতেন সৌমেন মুখোপাধ্যায়। এভাবেই মহাকাশের রহস্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল তৈরি করতেন তিনি।