বাংলা নিউজ > টুকিটাকি > প্রথম বিয়েতে আসে না সুখ! এই ৫ রাশির লোকেদের দ্বিতীয় বিয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি
Updated: 18 Mar 2023, 05:45 PM IST
Tulika Samadder
ভালোবাসা ছাড়া, ভালো সঙ্গী ছাড়া জীবন অচল। দেখে নিন কোন কোন রাশির লোকেদের দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধার সম্ভাবনা বেশি থাকে।
1/6এমন অনেকেই আছেন যাঁরা প্রথম বিয়েতে সুখী জীবন পান না। ভুল বোঝাবুঝি, সন্দেহ-সহ নানা কারণে সম্পর্কে দূরত্ব আসতে থাকে। এবং যার থেকে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। তবে অনেক সময়তেই দেখা যায় দ্বিতীয় বিয়েতে তাঁরা খুব খুশি থাকেন। কিছু রাশির লোকেদের ক্ষেত্রে এমন ঘটনা একটু বেশিই হয়ে থাকে। 2/6বৃষ রাশি: এরা সঙ্গীর মধ্যে বন্ধু খোঁজে। আর সেই বন্ধুত্বপূর্ণ সামঞ্জস্যের অভাব ঘটলেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চায়। এই রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রেও দেখা যায় দ্বিতীয় বিয়ে বেশি সুখের হয়। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিণতি আসে মানসিকতায়। 3/6 তুলা রাশি: এই রাশির লোকেরা নিজেদের সম্পর্কের মধ্যে সাদৃশ্য এবং ভারসাম্যকে মূল্য দেয়। যদি তাদের প্রথম বিয়ে তাঁদের ভারসাম্য এবং সম্প্রীতি প্রদান না করে বা সঙ্গার মধ্যে সেই ভরসার জায়গা খুঁজে না পায় তাহলে দ্বিতীয় বিয়ের দিকে ঝুঁকতে পারে।
4/6বৃশ্চিক রাশি: এই রাশির লোকেরা সাধারণত পরিচিত নিজেদের তীব্র মানসিক গভীরতা এবং আবেগের জন্য। তাই যদি তাঁরা তাঁদের প্রথম বিয়েতে সঙ্গীর থেকে যথাযোগ্য প্রশংসা না পায় তাহলে এমন একজন সঙ্গীর সন্ধান করবে যে প্রতিনিয়ত তাঁকে সঙ্গ দেবে। এক্ষেত্রে দ্বিতীয় বিয়েতে তীব্রতা এবং আবেগ আরও বেশি থাকে। 5/6ধনু রাশি: এই রাশির লোকারা একটু স্বাধীনচেতা হয়ে থাকে। জীবনের কিছু দিকে সঙ্গীর হস্তক্ষেপ পছন্দ করে না। কিছু সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করে। আর এসব বিষয়ে গরমিল হলেই দমবন্ধকর হয়ে ওঠে বিবাহিত জীবন। 6/6কুম্ভ রাশি: এরা সম্পর্কের মধ্যে ব্যক্তিত্ব এবং স্বতন্ত্রতাকে মূল্য দেয়। সঙ্গীর থেকে সেরকম কিছু না পেলেই এদের মন উঠে যায়। নতুন সম্পর্কের দিকে ঝোঁক বাড়ে। আসলে এরা সৃষ্টিশীলতাকে প্রাধান্য দেয় বলে, সঙ্গীর মধ্যেও সেই গুণ খোঁজে।