মুর্শিদাবাদে ঘরওয়াপসি, তৃণমূল ছেড়ে কংগ্রেসে ১,৫০০

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর আত্মীয়ের বিরাট ব্যবধানে হারের ধাক্কা এখনো ঠিক হজম করে উঠতে পারেনি তৃণমূল। তারই মধ্যে বহরমপুরে উলটোস্রোত। তৃণমূল ছেড়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন প্রায় ১৫০০ রাজনৈতিক কর্মী। শনিবার বহরমপুরে জেলা কংগ্রেসের দফতরে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

শনিবার মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে প্রায় ১,৫০০ রাজনৈতিক নেতা – কর্মী জেলা কংগ্রেস দফতরে জড়ো হন। সেখানে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল জেলা কংগ্রেসের তরফে। উপস্থিত কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন অধীরবাবু।

কংগ্রেসে যোগদান করে এক ব্যক্তি বলেন, ‘তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে। তার পরও গায়ের জোরে এরা টিকে আছে। আগামী পঞ্চায়েত ভোটে তারা এর ফল পাবে। মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারানো যায়। সাগরদিঘিতে তৃণমূলকে তারা সাগরে ছুঁড়ে ফেলেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূলকে গঙ্গায় নিক্ষেপ করবে।’

কংগ্রেসের দাবি অস্বীকার করে জেলা তৃণমূল সভানেত্রী শাওনী সিংহরায় বলেন, ‘কংগ্রেস ওরকম অনেক দাবি করে। কারা যোগদান করেছে তাদের নাম বলতে পারবে না। সাগরদিঘিতে টাকার জোরে ভোট করেছে কংগ্রেস। পঞ্চায়েতে ওদের টক্কর দিতে আমরা তৈরি আছি।’