শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বিকে নিয়ে বই ‘দ্যা স্পিরিট অব ১৯৭১’

দেশের জন্য শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির ত্যাগ  দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে থাকবে। তার চিন্তা, কর্মজীবন ও শহীদ হওয়ার বর্ণনা উঠে এসেছে তার মেয়ে ডা. নুসরাত রাব্বির লেখা ‘দ্যা স্পিরিট অফ ১৯৭১’ বইয়ে।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধানমন্ডি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের হল রুমে এক আলোচনায় ডা. নুসরাত রাব্বি তার বাবা ডা. ফজলে রাব্বি’কে নিয়ে লেখা বইয়ের ইতিহাস তুলে ধরেন।

বাবার সঠিক ইতিহাস জানাতেই বইটি লিখার প্রয়োজন বোধ করেন বলে জানান ডা. নুসরাত রাব্বি।

‘দ্যা স্পিরিট অব ১৯৭১’ বইটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে মন্তব্য করে তিনি বলেন, এই বইটি আমার আব্বা ফজলে রাব্বি আর মা আম্মা জাহানারা রাব্বির ওপরে। আমাদের লাইফ কেমন ছিল ৬১ থেকে ৭০ পর্যন্ত। তারপর ৭১ এর যুদ্ধ।

মা জাহানারা রাব্বি’র যুদ্ধপরবর্তী সময়ে দেশের মানুষের কল্যাণে ছুটে চলার গল্পও তিনি তার এই বইয়ে উল্লেখ্য করেছেন।

তরুণদের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে ডা. নুসরাত রাব্বি বলেন, ‘ইতিহাস না জানলে আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে এসেছেন। ইতিহাস না জানলে এটা আপনাকে আবারও পেছনে নিয়ে যাবে।’