শান্তনুর রিসর্টের দরজা লাথি মেরে ভাঙল ইডি, ঢুকল ফ্ল্যাটে, ঠিক যেন সিনেমা

শান্তনু বন্দ্যোপাধ্য়ায়। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তিনি। জিরাট বলাগড় এলাকার তৃণমূলের একেবারে দাপুটে নেতা ছিলেন তিনি। বর্তমানে দল বহিষ্কার করেছে তাকে। এবার সেই শান্তনুর বিপুল সম্পত্তির খবর একে একে সামনে আসছে। শনিবার ইডির তদন্তকারী আধিকারিকরা বলাগড় থেকে ব্যান্ডেল কার্যত চষে বেড়ালেন। বলাগড়ে চাঁদড়ার বটতলা এলাকায় রয়েছে শান্তনুর রিসর্ট। এদিন সেই রিসর্টে হানা দেন গোয়েন্দারা। কিন্তু সেই রিসর্টের দরজায় তালা ঝোলানো ছিল। তবে তা দেখে ফিরে যাওয়া তো দূরের কথা একেবারে লাথি মেরে, হাতুড়ি দিয়ে রিসর্টের দরজা ভেঙে ফেলেন তদন্তকারীরা। ঠিক যেমন আমরা সিনেমাতে দেখি, অনেকটা তেমনি। স্থানীয় বাসিন্দারা ইডির এই অভিযানে অত্যন্ত খুশি।

বিদ্যুৎ দফতরের সামান্য কর্মচারী থেকে কীভাবে এত বিপুল সম্পত্তি হল শান্তনুর, তা ভেবে কূল পাচ্ছেন না স্থানীয়রা। এদিকে তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্য়ায় আবার নিজের উপর থেকে সব দায় ঝেড়ে ফেলতে চাইছেন। স্বামী যে এত বড়লোক তা নাকি তিনি জানতেন না। 

তবে সেসব কথাকে অবশ্য় পাত্তা দিতে চাইছেন না ইডির গোয়েন্দারা। শান্তনুর হিসাব বহির্ভূত প্রচুর সম্পত্তির খবর রয়েছে তাদের কাছে। সেকারণে এনিয়ে আর তারা কোনওরকমভাবেই দেরি করতে চাননি। একাধিক দলে ভাগ হয়ে যান তারা। এরপর শুরু হয় অভিযান। আর ইডির সেই অভিযান দেখতে এলাকায় কৌতুহলী মানুষের ভিড় জমে যায়। বাসিন্দাদের দাবি, শুধু শান্তনু নয়, একটা গোটা চক্র রয়েছে এর পেছনে। ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করা থেকে অবৈধ বালি খাদান কিছুই বাকি রাখেনি তারা। কিন্তু তাদের মুখের উপর কথা বলার মতো সাহস ছিল না কারোর।  

তাতেই দেখা যাচ্ছে শান্তনুর সম্পত্তিতে হানা দিতে একেবারে মরিয়া গোয়েন্দারা। সেজন্য একটুও আর দেরি করতে চাননি তারা। ব্যান্ডেল বালির মোড় আর ব্যান্ডেল চার্চের কাছেও দুটি বাড়ি রয়েছে। সেখানেও অভিযান চালান ইডির গোয়েন্দারা। সেখানেও একেবারে তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডির গোয়েন্দারা। 

এদিকে চুঁচুড়ার জগুদাসপাড়ার একটি আবাসনেও রয়েছে শান্তনুর ফ্ল্য়াট। সেখানে অভিযানে নেমে ইডির আধিকারিকরা দেখেন সেটি তালাবন্ধ রয়েছে। কিন্তু তাতেও দমেননি তারা। সোজা ফ্ল্যাটের প্রমোটারের কাছে চলে যান। এরপর শুরু হয় তল্লাশি। কার্যত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের ফ্ল্যাটে, রিসর্টে ঠিক কারা আসত, কোথায় লুকানো হত বিপুল সম্পদ সেটারই খোঁজ চালাচ্ছে ইডি।