Firhad Hakim: ‘অনলি কর্পোরেশন!’ অন্য বিষয়ে প্রশ্ন শুনে বললেন ফিরহাদ,আওড়ালেন রবি ঠাকুরের কবিতা

প্রতি শুক্রবার তাঁর ‘টক টু মেয়র’ অনুষ্ঠান হয় কলকাতা পুরসভা। যে অনুষ্ঠানে নাগরিকরা সরাসরি ফোন করে মহানাগরিককে জানাতে পারেন তাঁদের সমস্যার কথা। সমস্যা শুনে চট জলদি তার সমাধানের রাস্তাও বাতলে দেন তিনি। অনুষ্ঠান শেষ হলে সাংবাদিকরা প্রশ্ন করেন। পুরসভার বিষয় ছাড়াও অন্য বিষয়ে তাঁর মন্তব্য চান। বাজেট অধিবেশনের জন্য শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠান হয়নি। বদলে শনিবার এই অনুষ্ঠান হয়েছে। এদিনও তাঁকে সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করতে শুরু করলে, মেয়র তাঁদের থামিয়ে দিয়ে বলেন, ‘অনলি কর্পোরেশন’। অর্থাৎ তিনি শুধু পুরসভা ছাড়া অন্য কোনও প্রশ্নের জবাব দেবেন না।

অবাক হয়ে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন শুক্রবার কালীঘাটের বৈঠকে কি তাঁকে মুখ খুলতে মানা করা হয়েছে? এই প্রশ্ন উঠতেই মেয়র ফিরহাদ হাকিমের জবাব এল কবিতায়,’কণ্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সঙ্গীতহারা…।’ (পড়তে পারেন।দল রয়েছে পাশে! ইডির কাছে বড় কথা ফাঁস করে দিচ্ছেন কেষ্ট মণ্ডল, কাঁপবে বাংলা)

কেন এই কবিতার লাইন? তবে কী দলে তিনি কোণঠাসা হয়েছেন? সাংবাদিকদের না উচ্চারিত প্রশ্নের জবাব মেয়র নিজেই দিয়েছেন। তিনি বলেন,’দলের একটা শৃঙ্খলা আছে। মিডিয়ায় অন্যান্য বিষয় নিয়ে বলার জন্য মুখপাত্ররা আছেন। আমরা বলব কেন?’

দলীয় সূত্রে খবর, ডিএ ও পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে তাঁর মন্তব্যের ফলে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বৈঠকে তাঁকে বলে দেওয়া হয়েছে কলকাতা পুরসভা ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে তিনি যেন মুখ না খোলেন। এই নির্দেশে কিছু অভিমানী হয়েছেন মেয়র। কবিতার লাইনেই তা স্পষ্ট।