বাংলা নিউজ > টেকটক > Fraud Alert: কেউ ‘ভুল’ করে টাকা পাঠিয়ে ফেরত চাইছে? সাবধান! সর্বস্ব হারাতে পারেন, কী করবেন?
Updated: 18 Mar 2023, 10:16 PM IST
Soumick Majumdar
এই নতুন প্রতারণায় আপনার অ্যাকাউন্টে প্রথমে ইচ্ছা করে টাকা পাঠানো হবে। একেবারে অচেনা কোনও নম্বর থেকে। এরপর সেই ব্যক্তি ফোন করে আপনাকে টাকা ফেরত দিতে অনুরোধ করবে। বলবে, ‘ভুল করে আপনার নম্বরে পাঠানো হয়ে গিয়েছে। দয়া করে যদি টাকাটা ফেরত পাঠান।’
1/5নতুন ধরনের আর্থিক কেলেঙ্কারির কেলেঙ্কারির শিকার হচ্ছেন বহু মানুষ! গত ১৬ দিনে মুম্বইয়ের প্রায় ৮১ জন ব্যক্তির থেকে মোট ১ কোটি টাকারও বেশি লুঠের অভিযোগ জমা পড়েছে। এক অভিনব পদ্ধতিতে এই ব্যাঙ্ক জালিয়াতি করা হচ্ছে। Google Pay বা PhonePe ব্যবহার করে এই প্রতারণা করা হচ্ছে। ফাইল ছবি: টুইটার (Twitter)2/5এই নতুন প্রতারণায় আপনার অ্যাকাউন্টে প্রথমে ইচ্ছা করে টাকা পাঠানো হবে। একেবারে অচেনা কোনও নম্বর থেকে। এরপর সেই ব্যক্তি ফোন করে আপনাকে টাকা ফেরত দিতে অনুরোধ করবে। বলবে, ‘ভুল করে আপনার নম্বরে পাঠানো হয়ে গিয়েছে। দয়া করে যদি টাকাটা ফেরত পাঠান।’ সাধারণত এভাবে ৫০-১০০ টাকা পাঠানো হচ্ছে। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Twitter)3/5 আপনি ভাল মনে হয় তো সেই টাকা ফেরত পাঠিয়ে দিলেন। আর সেটা করতে গিয়েই পড়লেন ফাঁদে। ম্যালওয়্যার অ্যাটাকের শিকার হবেন আপনি। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Twitter)
4/5যখনই এভাবে Google Pay বা PhonePe ব্যবহারকারী টাকা ফেরত দেবেন, তখনই ব্যাঙ্কিং সহ তাঁদের সম্পূর্ণ ডেটা এবং অন্যান্য KYC নথি যেমন PAN, Aadhaar ইত্যাদি প্রতারকের হাতে চলে আসে। এই নথিগুলিই যথেষ্ট। এগুলি কাজে লাগিয়েই তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। ছবি : ফোনপে (Twitter)5/5তাহলে উপায়? এমন ফোন আপনার কাছেও এলে কখনই সরাসরি টাকা ফেরত পাঠিয়ে দেবেন না। বরং ব্যাঙ্কের শাখায় গিয়ে জানান। ভুল করে টাকা চলে এলে সেটাই কিন্তু নিয়ম। ফাইল ছবি: রয়টার্স (Twitter)