ISL FINAL: History Favors ATK Mohun Bagan, Can Bengaluru Turn The Tables And Clinch Trophy


গোয়া: বিগত দুই বছরে ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছেও খালি হাতেই আইএসএল (ISL) মরসুম শেষ করতে হয়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan)। একবার ফাইনাল ও একবার সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল সবুজ মেরুন। শনিবার সেই হতাশা পিছনে ফেলে আইএসএল ট্রফি জয়ের হাতছানি রয়েছে জুয়ান ফেরান্দোর দলের সামনে। তাঁদের আর খেতাব জয়ের মধ্যে পথের কাঁটা কেবল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। 

সবুজ-মেরুনের পক্ষে ইতিহাস

গোয়ায় গত দুই বছর জৈব বলয়ের ঘেরাটোপে গোয়াতেই সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। তাই ফতোরদা স্টেডিয়াম কিন্তু দুই দলের কাছেই বেশ পরিচতি। এই মাঠে এটিকে মোহনবাগানের রেকর্ডও কিন্তু বেশ ঈর্ষণীয়। ফতোরদায় ২৯টি ম্যাচ খেলে ১৭টিতে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। অপরদিকে, ইতিহাস কিন্তু একেবারেই বেঙ্গালুরুর পক্ষে নয়। এই মাঠে ১৯টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে বেঙ্গালুরু। তবে ফুটবলে ইতিহাস, রেকর্ডের গুরুত্ব খুবই কম।

অবশ্য সবুজ মেরুন অধিনায়ক প্রীতম কোটাল কিন্তু কোনও রাখঢাক না করে এটিকে মোহনবাগানকেই মরসুমের সেরা দল বলছেন। তারকা স্ট্রাইকার মনবীর সিংহও নিজের লক্ষ্যে স্থির। সাংবাদিক সম্মেলনে তরুণ ফুটবলার বলেন, ‘আমরা তো এখানে চ্যাম্পিয়ন হতেই এসেছি। তাই জয় ছাড়া অন্য কোনও ফলের কথা ভাবতেই পারছি না।’

এই ম্যাচের জন্য জনি কাউকো, তিরির মতো চোট পাওয়া ফুটবলাররা গ্যালারিতে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিখ্যাত ‘লজেন্স মাসি’ও। সবমিলিয়ে বলা বাহুল্য যে এক হাড্ডাহাড্ডি ম্যাচের পটভূমি কিন্তু একেবারে তৈরি। খালি দেখার শেষ হাসিটা কে হাসেন। এই ম্যাচে কিন্তু রয় কৃষ্ণ, প্রবীর দাসদের মতো একাধিক এটিকে মোহনবাগান প্রাক্তনীদের খেলতে দেখা যাবে। সবুজ-মেরুনের হাত ধরেই নিজের ফুটবল কেরিয়ার শুরু করেন সুনীল ছেত্রীও। তাই এই ফুটবলাররা আলাদা উদ্যম নিয়ে যে ম্যাচ জিততে ঝাঁপাবে, তা বলাই বাহুল্য। 

মুখোমুখি সাক্ষাৎ

আইএসএলের তিন মরশুমে দুই দল মোট ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চারটি ম্য়াচ জিতেছে এটিকে মোহনবাগান, একটি ম্যাচ ড্র হয়েছে এবং মাত্র একটি ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। এ বার মরসুমের প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে ১-০ হারায় এটিকে মোহনবাগান। তবে ফিরতি লিগে ২-১-এ জিতে মধুর প্রতিশোধ নেয় বেঙ্গালুরু। 

কোথায় আয়োজিত হবে ম্যাচ?

১৮ মার্চ, শনিবার, পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম, ফতোরদা, গোয়ায় আয়োজিত হবে আইএসএলের ফাইনাল ম্যাচটি।

কখন শুরু খেলা?

সন্ধে ৭.৩০টা থেকে এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসির ফাইনাল ম্যাচটি শুরু হবে।

কোথায় দেখবেন খেলা?

টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কের একাধিক চ্যানেল এবং অনলাইনে হটস্টার অ্যাপ ও জিও টিভিতে দর্শকরা ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন।

আরও পড়ুন: আস্থা রেখেছে ম্যানেজমেন্ট, ট্রফি জিতে প্রতিদান দিতে আগ্রহী সবুজ মেরুন কোচ ফেরান্দো