KMC Embargo: খরচের উপর নিষেধাজ্ঞা না তুলে নজিরবিহীন বাজেট পেশ কলকাতা পুরসভায়

পে কমিশনের দিকে আঙুল তুলে ১৪৬ কোটি টাকা ঘাটতি বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও ঘাটতি গত বছরের তুলনায় অনেকেটাই কমেছে। তবে এ বার নজিরবিহীন ভাবে এমবার্গো না তুলে অর্থাৎ খরচের উপর নিষেধাজ্ঞা না তুলে বাজেট পেশ করলেন মেয়র। এর তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। বিজেপি ও কংগ্রেস উভয়েই এই বাজেটকে হতাশাজনক বলে মন্তব্য করেছে।

সাধারণত প্রতি আর্থিক বছরে বাজেট পেশের পর দু’ধরনের খরচের উপর একটি নির্দিষ্ট হারে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুরসভা। একটি উন্নয়ন খাতে ও অপরটি রক্ষণাবেক্ষণ খাতে। এই দুই খাতে কোন বছর ৪০ শতাংশ ও পরবর্তীকালে ২০ শতাংশ খরচ করা হয়। বাকি ৪০ শতাংশের উপর নিষেধাজ্ঞা জারি থাকে যা সাধারণত বাজেট পেশের আগে তুলে নেওয়া হয়। এবার এমবার্গো না তুলেই বাজেট পেশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। (পড়তে পারেন। আয়ের থেকে ১৪৬ কোটি ব্যয় বেশি পুরসভার, পে কমিশনের ঘাড়ে বাজেট ঘাটতির দোষ চাপালেন ফিরহাদ)

এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘এমবার্গো থাকুক না থাকুক, প্রয়োজনের ফাইল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ফেরত যায়নি। কিন্তু অপ্রয়োজনীয় ফাইল করলে তাকে আমি কারণ দর্শাতে বলব। গুরুত্বের ভিত্তিতে কাজ হবে।’

পুরসভার ৫০ নম্বর ওর্য়াডের কাউন্সিলার সজল ঘোষ বলেন, ‘এই বাজেট পরিসংখ্যানের জাগলারি ছাড়া কিছু নয়।’ তিনি মেয়রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘মেয়র শুধু লেখা দেখে বাজেট পড়ে গিয়েছেন। তিনি যদি এই বাজটের ব্যাখ্যা করতে পারেন তবে আমি কাউন্সিলার পদ ছেড়ে দেব।’ অন্য দিকে বাম কাউন্সিলর তথা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারপার্সন মধুছন্দা দেব বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি রয়েছি। কখনও এমন সরু বাজেট পুস্তিকা আমি দেখিনি।’