বায়োমেট্রিকে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো টাইগার আইটি

ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন অ্যালগরিদমের জন্য এফভিসি অনগোয়িং স্বীকৃতি লাভ করেছে টাইগার আইটি বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ইতালির ইউনিভার্সিটি অব বোলোনিয়ার বায়োমেট্রিক সিস্টেম ল্যাবরেটরি টিমের মাধ্যমে মর্যাদাপূর্ণ এ মূল্যায়ন করা হয়েছে। যার মাধ্যমে বায়োমেট্রিক টেকনোলজির ক্ষেত্রে অগ্রগামী শক্তি হিসেবে টাইগার আইটির অবস্থানকে সুদৃঢ় করছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণের জন্য সব মূল্যায়নে, টাইগার-এফিস, পেটেন্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সট্রাকশন এবং সাদৃশ্য খোঁজার প্রযুক্তি সামগ্রিকভাবে সর্বাধিক নির্ভুল হিসেবে বিবেচিত হয়েছে। মার্চ মাস পর্যন্ত ৮ হাজার ১৮৭টি অ্যালগরিদম মূল্যায়ন করেছে এফভিসি অনগোয়িং। যার মধ্যে টাইগার এফিস প্রথম স্থানে রয়েছে।

টাইগার আইটির ভিপি (বায়োমেট্রিক সিস্টেম অ্যান্ড ডেটাবেজ) শোয়াইব রেজা বলেন, আমি এফিস সিস্টেমের ইমপ্লিমেন্টেশনে প্রতিটি কাস্টমারের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। একজন বাংলাদেশি হিসেবে এই প্রজেক্ট’র সঙ্গে যুক্ত থাকতে পেরে এবং বিশ্বের দরবারে টাইগার আইটিকে তুলে ধরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।