অদম্য হাল্যান্ড, গোল উৎসব করে সেমিফাইনালে ম্যানসিটি

কদিন আগেই আরবি লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোল উৎসব করেছিল ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৭-০ গোলের জয়ে পাঁচটিই করেছিলেন আর্লিং হাল্যান্ড। যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু হলো। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ৬-০ গোলে বার্নলিকে উড়িয়ে দিলো সিটিজেনরা, টানা দ্বিতীয় হ্যাটট্রিক করলেন হাল্যান্ড।

সেমিফাইনালে ম্যানসিটিকে তোলার পথে প্রথম মৌসুমেই ৪০ গোলের মাইলফলক ছুঁয়েছেন হাল্যান্ড। ইতিহাদ স্টেডিয়ামে আধঘণ্টার একটু বেশি বার্নলি ভালো প্রতিরোধ গড়েছিল। কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু হাল্যান্ড যখন গোলমুখ খুললেন, তারপর তারা ভেসে গেলো গোলবন্যায়।

৩২ মিনিটে আলভারেজের থ্রু পাস থেকে বল পায়ে নিয়ে এগিয়ে আসতে থাকা বার্নলির গোলকিপার বেলি পিকক-ফারেলকে পরাস্ত করেন হাল্যান্ড। তিন মিনিট পর ফিল ফডেনের নিচু ক্রস থেকে দ্বিতীয় গোল করেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। ৫৯ মিনিটে ফডেনের শট পোস্টে লেগে ফিরে এলে হ্যাটট্রিক গোল করেন হাল্যান্ড।

তিন মিনিট পরই আলভারেজ ম্যানসিটির চতুর্থ গোল করেন। তার দ্বিতীয় গোল হয় ৭৩ মিনিটে। মাঝে ৬৮ মিনিটে গোল আসে কোল পালমারের পা থেকে।

এক সপ্তাহের মধ্যে দুই ম্যাচে ১৩ গোল, হাল্যান্ডের একারই ৮টি। মৌসুমের ষষ্ঠ হ্যাটট্রিকে সবধরনের প্রতিযোগিতায় ৩৭ ম্যাচ খেলে ৪২ গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। 

প্রিমিয়ার লিগ যুগে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সব প্রতিযোগিতায় অন্তত ৪০ গোলের কীর্তি গড়লেন হাল্যান্ড। যোগ দিলেন রুড ফন নিস্টলরয় (৪৪), মোহাম্মদ সালাহ (৪৪), ক্রিস্টিয়ানো রোনালদো (৪২), অ্যান্ডি কোল (৪১) ও হ্যারি কেইনের (৪১) সঙ্গে।

অদম্য হাল্যান্ড, গোল উৎসব করে সেমিফাইনালে ম্যানসিটি

সিটিজেনরা এখনও তিনটি প্রতিযোগিতায় টিকে আছে। মৌসুম শেষে তার নামের পাশে ৫০, এমনকি ৬০ গোল দেখলেও অবাক হবেন না প্রিমিয়ার লিগের রেকর্ড গোলদাতা অ্যালান শিয়ারার। তিনি বলেন, ‘সে সম্ভবত ৫০ গোল পাবে, এমনকি হতে পারে ৬০। এটা অবিশ্বাস্য। হাল্যান্ড দানব। সে গোলস্কোরিং মেশিন। সে যেন প্রতি নিশ্বাসে গোল করে।’

অবিশ্বাস্য কীর্তি গড়েও হাল্যান্ডের পা মাটিতে, এফএ কাপে প্রথম গোল করে বললেন, ‘গত দুটি ম্যাচ ছিল দারুণ। আন্তর্জাতিক বিরতির আগে ৭-০ ও ৬-০ অসাধারণ এবং আমি সত্যিই খুশি। প্রতিটি গোল আমার কাছে অনেক অর্থবহ এবং দলের জন্যও।’