মাছের ট্রাকে করে পাচারের চেষ্টা, উদ্ধার ২ কোটি ৭৮ লক্ষের সোনা, গ্রেফতার ১

মাছের ট্রাকের ভিতরে করে ভারতে সোনা পাচারের ছক বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সোনার বিস্কুট। গ্রেফতার এক। এই সোনা পাচারের পিছনে কে বা কারা রয়েছে খুঁজে বার করতে তদন্ত শুরু হয়েছে।

সীমান্তরক্ষী বাহিনী গোপনসূত্রে খবর পায় পেট্রাপোল সীমান্ত দিয়ে সোনা পাচার করা হবে। উচচপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনে তড়িঘড়ি তৈরি হয় তল্লাশি দল। কিছু ক্ষণ পরে সীমান্ত পেরিয়ে একটি ট্রাককে ঢুকতে দেখে ওই তল্লাশি। সন্দেহজনক ট্রাকটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করেন সেনা জওয়ানরা। কিন্তু প্রথম তার ট্রাকের মধ্যে মাছ দেখতে পান।

আরও তল্লাশি চালিয়ে যেতে গিয়ে জওয়ানরা মাছের তলায় সাজিয়ে রাখা সোনার বিস্কুট দেখতে পান। ওই ট্রাকটি থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার ওজন ৪৬৬৭ গ্রাম। মূল্য অনুমানিক ২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার টাকা।

রাতে তল্লাশির সময় ট্রাক চালককে আটক করা হয়। ধৃতের নাম সুশঙ্কর দাস। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। গাড়ির মালিক সাতক্ষীরার বাসিন্দা সফিকুল ইসলাম। ট্রাক চালকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ভারতে ঢোকার পর কলকাতা বাবা ইন্টারন্যাশনালের কাছে মাছ হস্তান্তরের কথা। সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের অনুমান ওই সময় সোনাও হস্তান্তর করা হতো। উদ্ধার হওয়া সোনা শুল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।