যশোরে ১০০ শিক্ষককে বিদায় সংবর্ধনা

যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৯ মার্চ) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিকরগাছা উপজেলা শাখা বিদায় সংবর্ধনার আয়োজন করে। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। 

২০১৭ সালে অবসর নেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক উম্মে সালমা সুলতানা। তিনি বিদায় সংবর্ধনায় অংশ নিতে শনিবার ঢাকা থেকে ঝিকরগাছার বাড়িতে এসেছেন। তিনি বলেন, ‘অবসর নেওয়ার পাঁচ বছর পর আজ আমাদের অনেকেরই বিদায় সংবর্ধনা। একই সঙ্গে নতুন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সহকর্মীদের অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে এই কারণেই তড়িঘড়ি করে ঝিকরগাছায় আসা। এসে খুবই ভালই লাগছে।’

 

 

কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন অবসর নেন ২০১১ সালে। তিনি বলেন, ‘অবসর নেওয়ার এক যুগ পর বিদায় সংবর্ধনা হওয়াতেও ভাল লাগছে। অন্তত যেসব শিক্ষক সহকর্মী ছিলেন, তাদের সঙ্গে দেখা হবে।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বলেন, ‘২০১১ সালে আমরা সর্বশেষ শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবাগতদের সংবর্ধনার আয়োজন করেছিলাম। দীর্ঘ ১২ বছর পর আবারও এই আয়োজন করতে পেরে ভাল লাগছে। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের একটা মিলনমেলা হয়। এবার ১০০ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা, যার মধ্যে ৪১জন প্রধানশিক্ষক এবং ৫৯ জন সহকারী শিক্ষক রয়েছেন। এ ছাড়া নবাগত ৪৬ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহিদ হাসান শামীম। প্রধান অতিথি হিসেবে যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন ভার্চুয়ালি বক্তব্য দেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌসী। 

শিক্ষকদের প্রত্যেককে একটি করে সম্মাননা স্মারক, চার হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক সমিতির নেতারা।