Cristiano Ronaldo: ৩৮-এও অপরিহার্য, আসন্ন ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে পর্তুগাল দলে ফিরলেন রোনাল্ডো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম রেখেছেন দলে। পাশাপাশি লিচেনস্টাইন এবং লুক্সেমবুর্গের বিরুদ্ধে ২০২৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলার জন্য দলে দিয়েগো জোতাকে ফের ডাকা হয়েছে। ৩৮ বছরের রোনাল্ডো, এর আগে ২০২২ বিশ্বকাপে পর্তুগালের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কোর কাছে হেরে বিদায় নেওয়ার পরে, নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

বিওকাপের সময় রোনাল্ডোকে পর্তুগালের প্রাক্তন কোচ ফার্নান্দো সান্তোস শেষ দুটি খেলার জন্য প্রথম একাদশে রাখেননি। বেঞ্চে থেকে শুরু করেন রোনাল্ডো। পরে, তারা কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে ছিটকে যায়। এরপর ফের তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বেলজিয়ান মার্টিনেজ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন অত্যন্ত কমিটেড খেলোয়াড়, তার মতো একজন খেলোয়াড় অভিজ্ঞতা আনতে পারে এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বয়সের দিকে তাকাই না, আমি অন্য বিষয়ের দিকে তাকাই না’।

আরও পড়ুন: Vishal Kaith, ISL Final 2023: রুদ্ধশ্বাস লড়াইয়ে ‘গুরু’ গুরপ্রীতকে ছাপিয়ে গেল ‘শিষ্য’ বিশালের হাত

রোনাল্ডো বিশ্বকাপের পরে সৌদি আরবের দল আল-নাসরে চলে যান। আন্তর্জাতিক ফুটবলে ১১৮ গোল করে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন। তিনি এখন পর্যন্ত সৌদি শীর্ষ লিগে আটটি গোল করেছেন। এর মধ্যে দুটি হ্যাটট্রিক রয়েছে।

৪০ বছর বয়সী ডিফেন্ডার পেপে, যার ১৩৩টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে, তিনিও ইউনিয়ন বার্লিনের ডিফেন্ডার ডিয়োগো লেইতের সঙ্গে মার্টিনেজের স্কোয়াডে রয়েছেন। ডিয়োগো লেইতে সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক করতে পারেন।

পর্তুগালের ঘোষিত দল:

গোলরক্ষক: ডিয়োগো কস্তা (পোর্তো), হোসে সা (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স), রুই প্যাট্রিসিও (এএস রোমা)।

রক্ষণ: জোয়াও কানসেলো (বায়ার্ন মিউনিখ), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যাঞ্চেস্টার সিটি), আন্তোনিও সিলভা (বেনফিকা), গনসালো ইনাসিও (স্পোর্টিং লিসবন), ডিওগো লেইতে (ইউনিয়ন বার্লিন) রাফায়েল গুয়েরেইরো (বরুসিয়া ডর্টমুন্ড), ডিওগো দালোট (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), দানিলো পেরেইরা এবং নুনো মেন্ডেস (প্যারিস সেন্ট জার্মেই)।

আরও পড়ুন: Mohun Bagan: এটিকে আর নেই,আগামী মরসুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে সবুজ-মেরুন

মাঝমাঠ: বার্নার্ডো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি), ব্রুনো ফার্নান্দেস (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), জোয়াও মারিও (বেনফিকা), ওটাভিও মন্টেইরো (পোর্তো), ভিটিনহা (প্যারিস সেন্ট জার্মেই), জোয়াও পালহিনহা (ফুলহ্যাম), রুবেন নেভেস এবং ম্যাথিয়াস নুনেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স)।

আক্রমণ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (আল-নাসর), গনসালো র‍্যামোস (বেনফিকা), জোয়াও ফেলিক্স (চেলসি), রাফায়েল লিও (মিলান), ডিওগো জোতা (লিভারপুল)।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)