IND Vs AUS, 2nd ODI: India Given Target Of 117 Runs Against Australia 2nd ODI YS Raja Reddy Stadium


বিশাখাপত্তনম: দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs AUS 2nd ODI) অস্ট্রেলিয়ার আগুনে ফাস্ট বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করল ভারতীয় ব্যাটিং লাইন আপ। ২৬ ওভারে মাত্র ১১৭ রানেই শেষ হয়ে গেল ভারতীয় ইনিংস। পাঁচ উইকেট নিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। 

দলে দুই বদল

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। গত ম্যাচে পারবারিক কারণে ভারতের হয়ে মাঠে নামেননি রোহিত শর্মা (Rohit Sharma)। তবে এই ম্যাচে একাদশে ফেরেন ভারতীয় অধিনায়ক। রোহিতের পাশাপাশি একাদশে সুযোগ পান অক্ষর পটেলও। রোহিত ও অক্ষরের দলে আসায় একাদশ থেকে বাদ পড়েন ঈশান কিষাণ ও শার্দুল ঠাকুর। 

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারতীয় দল। প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন শুভমন গিল। তবে রোহিত শর্মা ও বিরাট কোহলি ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। দ্রুত গতিতে রান তুলছিলেন সবচেয়ে অভিজ্ঞ দুই ভারতীয় ব্যাটার। তবে পঞ্চম ওভারেই ছন্দপতন ঘটে। পরপর বলে রোহিত (১৩) ও সূর্যকুমার যাদবকে (০) ফেরান স্টার্ক। গত ম্যাচে ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে উঠেন কেএল রাহুল। তবে এই ম্যাচে তিনিও ব্যর্থ। ৯ রানে ফেরেন তিনি।

স্টার্কের আগুনে বোলিং

নতুন বল হাতে স্টার্কের আগুনে বোলিংয়ে ছিন্নভিন্ন হয়ে যায় ভারতীয় টপ অর্ডার। ৫০ রানের গণ্ডি পার করার আগেই হার্দিক পাণ্ড্যও সাজঘরে ফেরেন। স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথ (Steve Smith) ডান দিকে লাফ দিয়ে এক হাতে চোখধাঁধানো এক ক্যাচ ধরে হার্দিককে সাজঘরে ফেরান তিনি। রবীন্দ্র জাডেজাও ১৬ রানের বেশি করতে পারেননি। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে কোনওক্রমে শতরানের গণ্ডি পার করে ভারতীয় দল। শেষের দিকে অক্ষর পটেল কিছুটা লড়াই করেন বটে।

 

তবে অপরপ্রান্ত থেকে পরপর উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। ২৯ রানেই অপরাজিত থাকেন অক্ষর পটেল (Axar Patel)। স্টার্কের পাঁচ উইকেটের পাশাপাশি সন অ্যাবাট তিনটি উইকেট নেন। দুই উইকেট নেন নাথান এলিস। 

আরও পড়ুন: ভারতসেরা হয়ে শহরে ফিরলেন প্রীতমরা, উচ্ছ্বাসে মাতোয়ারা মোহনবাগান সমর্থকরা