সবুজ-মেরুন তাঁবুতে এসেও মুখ্যমন্ত্রীর মুখে সেই ইস্টবেঙ্গল, কী বললেন মমতা?। Chief Minister Mamata Banerjee makes a significant statement on East Bengal at Mohun Bagan tent

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: একে তো নিজেদের দলের পারফরম্যান্স ভালো নয়। আইএসএল (ISL 2022-23) শেষ হতেই হেড কোচ স্টিভন কনস্ট্যানটাইন (Stephen Constantine) দায়িত্ব ছেড়েছেন। এরমধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো লাল-হলুদ সমর্থকদের মনে বিঁধছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দুটি সাফল্য। এক) বেঙ্গালুরু এফসি-কে (Bengaluru FC) হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন (ISL Final 2023) হয়ে যাওয়া। আর দ্বিতীয়) মোহনবাগান (Mohun Bagan) থেকে এটিকে (ATK) নামটা সরে যাওয়া। এমন পরিস্থিতিতে সোমবার গঙ্গাপাড়ের ক্লাবে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়েও লাল-হলুদকে নিয়ে মন্তব্য করলেন তিনি। তিন মরসুম আইএসএল-এ (ISL) কাটিয়ে দিলেও, কেন ইস্টবেঙ্গল সাফল্য পেল না? সেই ব্যাখ্যাও দিলেন মমতা। 

মোহনবাগানকে শুভেচ্ছা জানানোর পরেই ইস্টবেঙ্গলের কথা তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “ওরা যখন (পড়ুন ইস্টবেঙ্গল) শুরু করেছে, তখন দেরি হয়ে গিয়েছে। ওরা দলটাও ভাল করে তৈরি করতে পারেনি। কারণ, ওদের আর্থিক অসুবিধা ছিল। কিন্তু মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে। সঞ্জীব গোয়েঙ্কার তো টাকার অভাব নেই। ওরা নানা রকম ভাবে সাহায্য করে। বরঞ্চ বাড়তি সাহায্য করে ক্লাবটাকে এগিয়ে নিয়ে গিয়েছে।” 

আরও পড়ুন: Mamata Banerjee: ‘মোহনবাগানকে ব্রাজিল-ইতালির সঙ্গে খেলতে হবে’! ক্লাবকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: Mohun Bagan: এটিকে আর নেই,আগামী মরসুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে সবুজ-মেরুন

আইএসএল জয়ী দলের ফুটবলার থেকে শুরু করে কোচ—সবাই উপস্থিত ছিলেন ক্লাব তাঁবুতে। ছিলেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত, সভাপতি টুটু বসুরা। ছিলেন অগণিত বাগান সমর্থক। আইএসএল জেতার জন্য মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন মমতা। ক্লাবে গিয়ে প্রথমেই বাগান অধিনায়ক প্রীতম কোটাল ও কোচ জুয়ান ফেরান্দোর হাতে মিষ্টি তুলে দেন। ক্লাব কর্তারা তাঁর হাতে আইএসএল ট্রফি তুলে দেন। এরপর একে একে সব ফুটবলারকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। মোহনবাগান তাঁবুতে গিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারাও। তাঁরাও শুভেচ্ছা জানান পড়শি ক্লাবকে।

এবারের আইএসএল শুরুর আগেই দলের বিনিয়োগ নিয়ে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবকে। বেশ কয়েকটি গোষ্ঠী আলোচনার টেবিলে বসলেও, শেষ পর্যন্ত তাঁরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অবশেষে ইস্টবেঙ্গলের হাত ধরে ইমামি গোষ্ঠী। ততদিনে অবশ্য অনেকটাই সময় কেটে গিয়েছে। ফলে ভালো ফুটবলারদের দেশের অন্য ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের দলে টেনে নিয়েছিল। একথা সত্যি। কিন্তু, ইস্টবেঙ্গলও পিছিয়ে আসার পাত্র ছিল না। কনস্ট্যানটাইনকে কোচের পদে বসিয়ে লাল-হলুদ যাত্রা শুরু করেছিল। তবে সেই যাত্রাপথ একেবারেই সুখের হয়নি। মরসুম শেষে পয়েন্ট টেবিলের একেবারে নীচের দিকে থেকে ইস্টবেঙ্গল প্রতিযোগিতা শেষ করে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)