অ্যাস্টন ভিলাতেই কি থাকছেন? ক্লাব বদল নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী মার্টিনেজ। Emiliano Martinez break his silence on Aston Villa as his future

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেই ঐতিহাসিক ফাইনালের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। বিশ্বকাপ (FIFA World Cup) জয়ের পর আর্জেন্টিনার (Argentina) গোলকিপার যেসব বিতর্কিত কাণ্ড করেছিলেন, তাতে নাকি তাঁর ক্লাব অ্যাস্টন ভিলা (Aston Villa) খুব বিরক্ত হয়েছিল। এমনকী এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martinez) অন্য ক্লাবে বিক্রি করে দেওয়া হতে পারে বলেও খবর ছড়ায়। সেসব এখন অতীত। আগামী দলবদল ঘিরে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপারকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছেন, “চাইলে এখন সহজেই ক্লাব পরিবর্তন করতে পারি। তবে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকে আমার ফুটবল জীবন বদলে গিয়েছে। অনেক সাফল্য পেয়েছি। সব সময় বলেছি, এই ক্লাবের প্রতি আমি কৃতজ্ঞ। এই ক্লাবকে আমি ভালোবাসি। আমার পরিবারও খুশি ক্লাব নিয়ে। আমার ছেলেও ফুটবল পাগল। ওর বয়স এখন ছয়ের কম। ক্লাবের অ্যাকাডেমিতে খেলা শিখছে। সব মিলিয়ে এখানে দারুণ সময় কাটাচ্ছি আমরা। আশাকরি, আরও অনেক বছর এভাবেই কাটাতে পারব।” 

আরও পড়ুন: Kylian Mbappe: ফ্রান্সের অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করলেন কিলিয়ান এমবাপে

আরও পড়ুন: Diego Maradona: শরীরে বইছে মারাদোনার রক্ত, বল পায়ে মাঠে নেমে গেলেন সের্জিও অ্যাগুয়েরোর ছেলে বেঞ্জামিন, ভিডিয়ো হল ভাইরাল

তা হলে তাঁকে প্রথম সারির ক্লাবগুলির প্রস্তাব আপনাকে আকৃষ্ট করছে না? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন মার্টিনেজ। বরং তিনি বলেছেন, “আমি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। সব সময় উন্নতির চেষ্টা করি। সব সময় চেষ্টা থাকে প্রথম একাদশে জায়গা পাওয়ার।” 

৩০ বছর বয়সী মার্টিনেজ ২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন। এরপরই যেন তার কপাল খুলে যায়। ২০২১ কোপা আমেরিকা জয়ে দারুণ ভূমিকা রাখার পর কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হয়ে ওঠেন। এবার ইউরোপিয়ান মিডিয়া দাবি করছে, মার্টিনেজকে পেতে বেশকিছু ক্লাব নাকি ইতোমধ্যে মাঠে নেমেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম তো ইতিমধ্যেই মার্টিনেজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তবে মার্টিনেজ কিন্তু তাঁর প্রিয় ক্লাবেই থেকে যেতে চান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)