পার্থ মানিকের সঙ্গে যোগসাজসে যুক্ত, কুন্তলের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহিষ্কৃত যুব তৃণমূলের সহ সভাপতি কুন্তল ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ১০৫ পাতার চার্জশিট পেশ করেন তদন্তকারীরা। চার্জশিটে কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনা হয়েছে। এমনকী কুন্তলের সঙ্গে পার্থ ও মানিক ২ জনেরই যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

চার্জশিটে ইডি উল্লেখ করেছে, কুন্তলের কাছ থেকে মোট ২ কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১ কোটি টাকা উদ্ধার হয়েছে নগদে। আর ১ কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। তদন্তকারীরা আদালতে জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য ২ জনের সঙ্গেই যোগাযোগ ছিল কুন্তলের। চার্জশিটে ১৮ সাক্ষীর নামের উল্লেখ রয়েছে।

নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের নাম প্রকাশ্যে আনেন শিক্ষাব্যবসায়ী তাপস মণ্ডল। গত ২০ জানুয়ারি কুন্তলের লেকটাউনের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে ইডি। ম্যারাথন তল্লাশির পর ২১ জানুয়ারি সকালে কুন্তলকে গ্রেফতার করেন গোয়েন্দারা। এর পর কুন্তলের সাম্রাজ্যের খোঁজ পান তাঁরা। উঠে আসে টালিগঞ্জের একাধিক অভিনেতা অভিনেত্রীর নাম। সোমা চক্রবর্তী নামে এক বিউটি পার্লারের মালিকের নামও জানতে পারেন তদন্তকারীরা। জানা যায়, কুন্তলের কাছ থেকে মোটা টাকা নিয়ে গাড়ি কিনেছিলেন বনি সেনগুপ্ত নামে টালিগঞ্জের এক উঠতি অভিনেতা। এর পর বনি ও সোমা গত সপ্তাহে মোট প্রায় ১ কোটি টাকা ইডিকে ফেরত দেন।

তবে পার্থর সঙ্গে কুন্তলের যোগাযোগ ছিল কি না তা নিয়ে প্রথম থেকেই একটা জল্পনা ছিল। কুন্তল জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না তিনি। জেলে পার্থ কুন্তলকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমাকে চেন? কিন্তু ইডির চার্জশিট বলছে দুজনের মধ্যে যোগাযোগ ছিল। নিয়োগ দুর্নীতিতে সোমবার গ্রেফতারির পর ইডিকে একই কথা জানিয়েছেন ব্যবসায়ী অয়ন শীল।