IPL Exclusive: Tickets For IPL Matches Of Kolkata Knight Riders At Eden Gardens On Sale, Know The Price


সন্দীপ সরকার, কলকাতা: ষোড়শ আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। সোমবার থেকে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হয়ে গেল নাইটদের মহড়া। আর এদিনই জন সাধারণের জন্য ইডেনে কেকেআর ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেল।

করোনার অভিশাপ কাটিয়ে প্রায় তিন বছর পর আইপিএলে ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। যে ফর্ম্যাটে প্রত্যেক দল নিজেদের মাঠের পাশাপাশি প্রতিপক্ষের ডেরায় গিয়েও খেলবে। কেকেআর তাদের অভিযান শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচ ৬ এপ্রিল, বৃহস্পতিবার। প্রতিপক্ষ, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির বিরুদ্ধে খেলে ফের অ্যাওয়ে ম্যাচের জন্য আমদাবাদ পাড়ি দেবেন নাইটরা। ইডেনে কেকেআরের বাকি ম্যাচগুলি হল – ১৪ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, ২৩ এপ্রিল, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, ২৯ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাত টাইটান্স, ৮ মে, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, ১১ মে, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ও ২০ মে, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।

প্রায় তিন বছর পর ইডেনে হবে কেকেআরের ম্যাচ। টিকিট নিয়ে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। সোমবার থেকেই দেখা গেল অনেকে ইডেনে এসে জানতে চাইছেন, টিকিট কবে থেকে পাওয়া যাবে?

সোমবার থেকেই ইডেনে নাইটদের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল। তবে টিকিটের দাম এবার কিঞ্চিৎ বেড়েছে। টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে ৭৫০ টাকা। তারপর বিভিন্ন দামের টিকিট রয়েছে। এক হাজার, দেড় হাজার, আড়াই হাজার, পাঁচ হাজার, সাড়ে সাত হাজার ও আট হাজার টাকার টিকিট রয়েছে দর্শকদের জন্য। কর্পোরেট বক্সের টিকিটের মূল্য করা হয়েছে ১৯ ও ২৬ হাজার টাকা।

কীভাবে কাটবেন টিকিট? সিএবি কর্তারা বলছেন, প্রায় পুরোটাই হচ্ছে অন লাইনে। বুক মাই শো থেকে কাটা যাচ্ছে টিকিট। সেখানে ম্যাচ নির্বাচন করে পেমেন্ট করার পর টিকিট কাটা যাবে। পাশাপাশি কিছু প্রাইস টিকিট বরাদ্দ থাকছে ক্লাবগুলোর জন্য।

ইডেনে নাইটরা শেষ আইপিএল ম্যাচ খেলেছিল ২০১৯ সালে। গত মরসুমে দুটি প্লে অফ ম্যাচ আয়োজিত হয়েছিল ইডেনে। কিন্তু কেকেআর যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই ঘরের মাঠে শাহরুখ খান-জুহি চাওলার যোদ্ধাদের খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

এবার ফের ইডেনে নামছে কেকেআর। ক্রিকেটের নন্দনকাননে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসির আরসিবি। থাকতে পারেন ‘কিংগ খান’। বাংলার ক্রিকেটপ্রেমীরাও সেই বহু পরিচিত দৃশ্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

একের পর এক ছক্কা মেরে ম্যাচ জেতাচ্ছেন আন্দ্রে রাসেল। আর বি ব্লকের ভিআইপি বক্সের ব্যালকনির রেলিংয়ের ওপর উঠে দুহাত ছড়িয়ে সেলিব্রেট করছেন শাহরুখ।

আইপিএল উড়ান প্রস্তুত। সিট বেল্ট বেঁধে আপনি তৈরি তো?

আরও পড়ুন: ক্রমাগত ব্যর্থ, সূর্যকে সমর্থন ও পরামর্শ প্রাক্তনীদের