Mamata Banerjee: জাতীয় সঙ্গীত অবমাননা মামলা: নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মমতা

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় মুম্বইয়ের বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১২ জানুয়ারি মুম্বই ওই বিশেষ আদালত ‘পদ্ধতিগত ত্রুটির’ কথা বলে মুম্বইয়ের মাঝগাঁও নগর দায়রা আদালতের পাঠানো সমন খারিজ করে দিয়েছিল। এর সঙ্গে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে বলে ছিল নগর দায়রা আদালতকে। সেই রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্তরাও চৌহাণ প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বসে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ ওঠে। এমনকি, পুরো না গেয়ে মাঝপথে জাতীয় সঙ্গীত থামিয়ে দিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত এই অভিযোগ করেন। তিনি কাফে প্যারেড থানায় অভিযোগও দায়ের করেন। পুলিশ কোনও পদক্ষেপ না করায় মাঝগাঁও নগর দায়রা আদালতে অভিযোগ করেন। মমতাকে সমনও পাঠায় ওই আদালত।

(পড়তে পারেন। অখিলেশের পর কুমারস্বামী, মমতার বাসভবনে বসতে চলেছে রুদ্ধদ্বার বৈঠক)

মুখ্যমন্ত্রী এই সমনকে মুম্বইয়ের বিশেষ আদালতে চ্যালেঞ্জ জানান। এ বছর জানুয়ারি মাসে বিশেষ আদালতের বিচারক আরএন রোকড়ে সমনে পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে তা বাতিল করেন। দায়রা আদলাতকে ফের বিষয়টি বিবেচনার জন্য পাঠান।

হাইকোর্ট তাঁর আবেদনে মুখ্যমন্ত্রী বলেছেন, বিশেষ আদালতের উচিত ছিল সমনটি বাতিল করা এবং তা পুনর্বিবেচনা করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে না পাঠানো। আগামী ২৭ মার্চ তাঁর আবেদনের শুনানি।