Modi tweet on Ugadi Festival: উগাদি উৎসবের উদ্বোধন থাকতে পেরে উচ্ছ্বসিত মোদী, টুইট করলেন ‘মন কি বাত’

ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর বাসভবনে সোমবার আয়োজিত হয় উগাদি মিলন উৎসব। সেখানে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে সে কথাই জানালেন মোদী। নিজের অফিসিয়াল টুইটার পেজ থেকে তিনি লেখেন, ‘প্রাক্তন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাউডুর আয়োজিত উগাদি উৎসবে থাকতে পেরে আনন্দিত‌। তাঁকে অনেকদিন ধরেই চিনি। তাঁর মধ্যে বরাবর সংস্কৃতির প্রতি একটা টান দেখেছি। ঐতিহ্যপূর্ণ উৎসবগুলি পালনে তাঁর বেশ উৎসাহ রয়েছে।’

আরও পড়ুন: কোভিডে ‘ওজন’দারদেরই বিপদ বেশি! বিজ্ঞানীদের নয়া আবিষ্কার দেখাল বড় কারণ

আরও পড়ুন: অবসাদে তলিয়ে যাচ্ছেন? কাজের ইচ্ছে চলে যাচ্ছে? ৫ উপায়েই চাঙ্গা হয়ে উঠুন

ঘটনাচক্রে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সোমবার বাসভবনে উগাদি উৎসব পালনের কিছু ছবি বেঙ্কাইয়া নাইডু নিজেই শেয়ার করেছিলেন টুইটারে। নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার বাসভবনে উগাদি মিলন উৎসবের উদ্বোধন করছেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লা।’

আরও পড়ুন: বড় বড় রোগের যম হেঁসেলের এই আনাজ, ৫ গুণই বাড়িয়ে দেয় আয়ু, নাম জানেন

আরও পড়ুন: খেলেই বাড়বে রূপের ঝলক, এই ৫ ফল কিন্তু আপনার খুব পরিচিত, নাম জানেন কি

সোমবার সন্ধ্যেয় পোস্ট করা টুইটটিই মঙ্গলবার সকাল সকাল শেয়ার করেন প্রধানমন্ত্রী। পোস্ট করা ছবিগুলিতে দেখা যায়, মোদী প্রদীপ প্রজ্জ্বোলন করে উৎসবের উদ্বোধন করার সময় পাশেই দাঁড়িয়ে শ্রী এম বেঙ্কাইয়া নাউডু। একই সঙ্গে রয়েছেন লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লা। এরপর একটি সংক্ষিপ্ত ভাষণও দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তারপরে এম বেঙ্কাইয়া নাউডু নিজেও কিছু বক্তব্য রাখেন উৎসবটি নিয়ে।

পোস্টটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়‌। কয়েক ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে রিটুইট হতে থাকে। লাইকের সংখ্যাও বাড়তে থাকে পোস্টে। কমেন্টে এক নেটিজেন অন্যদের সুবিধার জন্য উগাদি উৎসব কী তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও লিখে দেন‌।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup