Wriddhiman Saha Started Training In Gujarat Titans Jersey Before Start Of The New Season


আমদাবাদ: জাতীয় দলে তিনি ব্রাত্য। নিজের রাজ্য দল বাংলার হয়েও খেলেন না এখন। তবে এখনও আইপিএলের গ্রহে তাঁকে দেখা যায়। তিনি ঋদ্ধিমান সাহা। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা উইকেট কিপারদের তালিকায় প্রথম সারিতেই থাকবেন শিলিগুড়ির পাপালি। আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলেন। গতবার দলকে চ্যাম্পিয়ন করতে তাঁর অবদানও ছিল সমান। নতুন মরসুম শুরুর আগে অনুশীলনে নেমে পড়েছেন ঋদ্ধি। 

 


গত রবিবারই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দিয়েছেন ঋদ্ধিমান। প্রথম দিনের অনুশীলনের পর সোশ্য়াল মিডিয়ায় অভিজ্ঞ এই উইকেট কিপার ব্য়াটার বলেন, ”নতুন মরসুম শুরুর আগে প্রথম দিন অনুশীলন করলাম। কিছুক্ষণ উইকেটকিপিং অনুশীলন করলাম। তার পর ব্যাটিং অনুশীলন করলাম। কিছুটা দৌড়লাম। বেশ ভাল লাগল। অনেকের সঙ্গে দেখা হল। প্রতি দিন উন্নতি করতে হবে আমাদের। ব্যক্তিগত ভাবে এবং দলগত ভাবে। আশা করছি এ বারও ভাল ফল হবে।”

গত বছরই আইপিএলের প্রথম মরসুম খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। আর প্রথম বছরেই বাজিমাত করেছে তারা। উইকেটের পেছনে ঋদ্ধির তুলনা কখনওই হয় না। আর ব্য়াট হাতেও ওপেনিংয়ে নেমে ভরসা জুগিয়েছেন বাংলার তারকা ক্রিকেটার। 

করোনার অভিশাপ কাটিয়ে প্রায় তিন বছর পর আইপিএলে ফিরছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। যে ফর্ম্যাটে প্রত্যেক দল নিজেদের মাঠের পাশাপাশি প্রতিপক্ষের ডেরায় গিয়েও খেলবে। কেকেআর তাদের অভিযান শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচ ৬ এপ্রিল, বৃহস্পতিবার। প্রতিপক্ষ, বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির বিরুদ্ধে খেলে ফের অ্যাওয়ে ম্যাচের জন্য আমদাবাদ পাড়ি দেবেন নাইটরা। ইডেনে কেকেআরের বাকি ম্যাচগুলি হল – ১৪ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, ২৩ এপ্রিল, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, ২৯ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাত টাইটান্স, ৮ মে, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, ১১ মে, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ও ২০ মে, প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।

সোমবার থেকে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু হয়ে গেল নাইটদের মহড়া। আর এদিনই জন সাধারণের জন্য ইডেনে কেকেআর ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গেল।