পঞ্জাবে মোদীর সুরক্ষায় গলদ, ডিজিপি সহ একাধিক কর্তা এবার শাস্তির মুখে

২০২২ সালের জানুয়ারি মাস। পঞ্জাবে প্রধানমন্ত্রীর কনভয়ে ভয়াবহ নিরাপত্তার গলদ সামনে এসেছিল। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। সেই ঘটনায় এবার তৎকালীন ডিজিপি পঞ্জাব সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, ফিরোপুর রেঞ্জের ডিআইজি ইন্দিবর সিং, তৎকালীন এসএসপি হরনদীপ সিংয়ের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী।

এবার মুখ্য়মন্ত্রীর নির্দেশ ওই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে সিদ্ধার্থ চট্টোপাধ্য়ায় বর্তমানে অবসর নিয়েছেন। তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর।

ওই আধিকারিকদের বলা হয়েছে, আপনারা আপনাদের জবাব জমা দিতে পারেন।

এদিকে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, তৎকালীন এডিজিপি (আইন শৃঙ্খলা) নরেশ অরোরা, এডিজিপি সাইবার ক্রাইম জি নাগেশ্বর রাও সহ একাধিক আধিকারিকের কাছ থেকেও জানতে চাওয়া হবে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না।  সুপ্রিম কোর্টের গঠিত তদন্ত কমিটির রিপোর্টেও ওই সমস্ত আধিকারিকদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

এদিকে মোদীর কনভয়ে নিরাপত্তার গলদ সংক্রান্ত ব্যাপারে তদন্ত করার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। সেই কমিটির রিপোর্ট অনুসারে একাধিক আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল। তারপরই এবার নড়েচড়ে বসেছে পঞ্জাব প্রশাসন। সেই সময় পঞ্জাবের একাধিক আধিকারিকের কাজে গাফিলতি ছিল বলে অভিযোগ। এরপরই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পঞ্জাব প্রশাসন। তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। সেই সময় ওই এলাকায় কর্মরত পদস্থ আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ঠিক কী হয়েছিল সেদিন?

সেদিন পঞ্জাবের ফিরোজপুরে আচমকাই একটি ফ্লাইওভারে দাঁড়িয়ে পড়েছিল মোদীর কনভয়। এদিকে ওই রাস্তা দিয়ে সভায় যাওয়ার কথা ছিল মোদীর। কিন্তু তিনি না গিয়েই ফিরে এসেছিলেন। ওই ফ্লাইওভারে কিছুক্ষণ দাঁড়িয়েছিল গাড়িগুলি। তারপর তিনি ফিরে আসেন। এদিকে সেই সময় ফিরোজপুরের রাস্তায় অবরোধ চলছিল। তার জেরে দাঁড়িয়ে পড়ে মোদীর গাড়ি। তারপরই এনিয়ে হইচই পড়ে যায়। কারণ প্রধানমন্ত্রীর হাই সিকিউরিটির ক্ষেত্রে কোথাও যাতে বিঘ্ন না হয় সেটা সবসময় দেখা হয়। সেকারণে দ্রুত এনিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। আর তারই ফলশ্রুতিতে এবার শাস্তি খাঁড়া ঝুলছে একাধিক আধিকারিকের বিরুদ্ধে।