দ্রুততম সেঞ্চুরির পর র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। তাতে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে অভিজ্ঞ তারকার। চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই মুশফিক দারুণ ব্যাটিং করেছেন। ৬ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও রেকর্ড বুক নতুন করে লিখেছেন। ৬০ বলে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছেন।

অপর দিকে ইনিংস লম্বা করতে না পারার প্রভাব পড়েছে তামিম ইকবালের র‌্যাঙ্কিংয়ে। প্রথম ওয়ানডেতে ৩ ও দ্বিতীয় ওয়ানডেতে ২৩ রান করায় ৩ ধাপ পিছিয়েছেন। বাঁহাতি ব্যাটার এখন ২২তম স্থানে রয়েছেন।

এদিকে বরাবরের মতো ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে জেতাতে অবদান ছিল প্রোটিয়া ব্যাটার হাইনরিখ ক্লাসেনের। ৬১ বলে তার অপরাজিত ১১৯ রান দলকে জেতাতে অবদানও রাখে। তাতে ১৩ ধাপ এগিয়ে ৩০তম স্থানে পৌঁছেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে ১৭ ধাপ এগিয়েছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমাও। তার বর্তমান স্থান ৩৩তম।