6th Pay Commission DA Protest: DA মঞ্চে পুলিশের অনুরোধ, ‘প্লিজ ২৯ তারিখ বসবেন না’, বদলে কী বললেন আন্দোলনকারীরা?

২৯ মার্চ শহিদ মিনারে তৃণমূল ছাত্র ও যুবদের সমাবেশ রয়েছে। আবার ওই একই জায়গায় ধরনা অবস্থানে বসে রয়েছেন ডিএ আন্দোলনকারীরা। ওই দিন ধরনা বন্ধ রাখার জন্য আন্দোলকারীদের আবেদন জানাল কলকাতা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ওই দিন আন্দোলন স্থগিত রাখার জন্য আরজি জানিয়েছে পুলিশ। তবে আন্দোলনকারীরা পত্রপাঠ না করে দিয়েছেন। উল্টে তাঁরা নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

২৯ মার্চের সমাবেশে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদ মিনারের ওই সভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। একই জায়গায় আন্দোলকারীরা থাকলে অশান্তির সম্ভাবনা রয়েছে। সে কারণে বুধবার সন্ধেবেলা ডিসি সাউথের অফিসে থেকে একটি ইমেল করে আন্দোলকারীদের কাছে আর্জি জানানো হয়।

কিন্তু পুলিশের এই আরজি মানছেন না ডিএ আন্দোলনকারীরা তাঁদের দাবি, যেহেতু তাঁরা আদালতের অনুমতি নিয়ে শহিদ মিনারের মাঠে ধরনা অবস্থান করছেন। তাই ধরনা স্থগিত রাখার কোনও প্রশ্নই  নেই। আন্দোলনকারীরা মনে করেন এটা পুলিশের দায়, কী ভাবে তারা নিরাপত্তা দেবে। সেখানে তৃণমূল ছাত্র-যুবার সমাবেশে অনুমতি দেবে কিনা পুলিশই ঠিক করুক। উল্টে আন্দোলকারীরাই পুলিশকে চিঠি দিচ্ছেন নিরাপত্তা দাবি করে।