IPL 2023: Big Blow For Kolkata Knight Riders! Shreyas Iyer Reportedly Gets Ruled Out Of The Tournament


মুম্বইঃ একটা বিষয় আগেই নিশ্চিত ছিল যে আইপিএলের প্রথম পর্বে খেলবেন না তিনি। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরের জন্য আরও চিন্তা বাড়িয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। কোমরের চোট নিয়ে ভুগছিলেন নাইট অধিনায়ক। বুধবার জানিয়ে দেওয়া হল যে তিনি এবারের আইপিএলে কোনো ম্যাচেই নামতে পারবেন না।

লন্ডনে অস্ত্রোপচার করতে যাবেন শ্রেয়স। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে শ্রেয়সকে অস্ত্রোপচারের জন্য লন্ডন যেতে হবে। এদিকে শ্রেয়স ছিটকে যাওয়ায় কে হবেন নাইটদের অধিনায়ক, তা বিশাল মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাসেলকে অধিনায়ক করা হোক, এমন দাবি তুলছেন অনেকেই। শুধি আইপিএলই নয়। এরপর এশিয়া কাপ রয়েছে, সেখানেও হয়ত দেখা যাবে না শ্রেয়সকে। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কি না তা দেখার। 

ইডেনে রাসেল ম্যানিয়া

প্রথম দিনের অনুশীলনে তাঁর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়দিন তাই সবার ফোকাস ছিল তাঁর দিকেই। তিনি এলেন, কিন্তু মাঠে নামতে পারলেন না। তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা আন্দ্রে রাসেল। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। তবে বৃষ্টি তাল কাটল অনুশীলনের ২ দিনই। যার জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যাদবপুর ক্যাম্পাসের বদলে ইডে

ের ইন্ডোরে চলল অনুশীলন।

 দিনের অনুশীলনে অবশ্য ইন্ডোরেই গা ঘামালেন ক্যারিবিয়ান সুপারস্টার। বেরিয়ে যাওয়ার সময় গুটিকয়েক সাংবাদিক ও শ খানেক নাইট সমর্থক। রাসেলকে দেখতে পেয়েই সমর্থকদের চিৎকার। সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই বৃষ্টি শুরু। তবুও প্রিয় দলের প্রিয় তারকা যখন শহরে, তখন তাঁকে দেখার তো বাড়তি টান থাকবেই। তাই বৃষ্টি উপেক্ষা করেই কিছু নাইট সমর্থক ইডেনে এসেছিলেন। কড়া বেষ্টনী টপকে আসা অসম্ভব। তাই দূর থেকেই রাসেলকে দেখে উল্লাসে ফেটে পড়েন তাঁরা। 

গতকাল থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে নাইট শিবির। রাসেল ছাড়াও শিবিরে যোগ দিয়েছেন রিঙ্কু সিংহ, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ারও। গতকাল প্র্যাক্টিসে হালকা চোট পেয়েছিলেন। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এদিন হাসিমুখেই দেখা গেল আইয়ারকে। চোট তেমন গুরুতর নয় বোঝা গেল। সুনীল নারাইন এখনও আসেননি। সূত্রের খবর, আগামী ২৫ মার্চ হয়ত দলের সঙ্গে যোগ দেবেন তিনি।