TMC clan conflict: মুর্শিদাবাদে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার, জখম ১০

তৃণমূলের নির্বাচনী কমিটি গঠন ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদের বড়ঞায়। দলের দুই গোষ্ঠীর মধ্যে সংরর্ষে অন্তত ১০ জন জখম হয়েছেন। জখমদের মধ্যে রয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যও। আহত তৃণমূল কর্মীরা বড়ঞা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা উতপ্ত থাকায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বড়ঞা থানার বিপ্রশেখর পঞ্চায়েতের বাউ গ্রামে তৃণমূলের নির্বাচনী কমিটি গঠন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই চলছিল। বাউগ্রাম এলাকার পঞ্চায়েত সদস্য মসলেম শেখ-সহ তাঁর অনুগামীরা সেই সভা করছিলেন। সেই সময় দলেরই অন্য এক গোষ্ঠীর তৃণমূল নেতাকর্মীরা তাঁদের উপরে হঠাৎ হামলা চালান বলে অভিযোগ। এক পঞ্চায়েত সদস্য, তাঁর ছেলে সহ-বেশ কয়েক জন তৃণমূল কর্মীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। যদি ওই গোষ্ঠীর অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও তার ছেলেরা তাদের মারধর করেছে।

তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। বড়ঞা এলাকায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলমের অনুগামীদের বিবাদ অনেক পুরনো। মাঝে মাঝে তা প্রকাশ্যে চলে আসে। মুর্শিদাবাদে গত কয়েকদিন এরকম একাধিক গোষ্ঠী দ্বন্দ্বের খবর এসেছে। তবে জেলা নেতৃত্ব এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।