আজ মেসিই বাইজুসের মুখ, একদা দর্শন পেতে কলকাতায় হত্যে দিয়েছিলেন মালিক

গত বছরই Byju’s-এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন লিওনেল মেসি। এরপরেই তুমুল বিতর্ক শুরু হয়। কেন? কারণ Byju’s থেকে ২,৫০০ কর্মী ছাঁটাইয়ের ঠিক পরপরই মেসির সঙ্গে চুক্তির ঘোষণা করে সংস্থা। অনেকেই প্রশ্ন তোলেন, ‘তবে কি কর্মীদের বেতনের জায়গায় বিশ্বসেরা ফুটবলারকে দিয়ে বিজ্ঞাপন করানো হচ্ছে?’ এই বিতর্কেরই এবার জবাব দিলেন খোদ সংস্থার কর্তা বাইজু রবীন্দ্রন। আরও পড়ুন: বিতর্কের পর শিক্ষা, আর বাড়ি বাড়ি সেলসম্যান পাঠাবে না Byju’s

সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভে যোগ দেন তিনি। সেখানে বলেন, ‘মেসির মতো বড় ফুটবলারের সঙ্গে হঠাত্ ১-২ সপ্তাহের আলোচনায় কোনও চুক্তি হয় না। প্রায় ৬ মাস ধরে মেসির সঙ্গে চুক্তির বিষয়ে আমরা আলোচনা চালিয়েছি। খালি ছাঁটাইয়ের পরপর ঘোষণাটি হওয়ায় এমন মনে হচ্ছে।’

এছাড়াও তিনি বলেন, ‘আমাদের ২,৫০০ কর্মী ছাঁটাইয়ের কথা সবাই বলছে। কিন্তু গত ১২ মাসে যে আমরা ২৫,০০০ কর্মীও নিয়োগ করেছি, সেটা কেউ উল্লেখ করছে না। স্টার্টআপ হিসাবে আমরা দেশের সবচেয়ে বড় নিয়োগকারী সংস্থা।’

Byju’s-এর সমাজসেবী শাখার মুখ হিসাবে মেসিকে নেওয়া হয়েছে বলে জানান বাইজু রবীন্দ্রন। তিনি বলেন, বাইজুস-এর ‘এডুকেশন ফর অল’ ভাবনার মুখ হয়েছেন মেসি।

তাহলে ২,৫০০ ছাঁটাই কেন হল? বাইজু রবীন্দ্রন বললেন, ‘আসলে বিভিন্ন সংস্থার অধিগ্রহণ, বিভিন্ন ডিপার্টমেন্ট একত্রিত করার কারণে একই পদে একাধিক কর্মী হয়ে গিয়েছিল। সেই কারণেই এই কর্মীদের বসানো হয়েছে বলে জানান তিনি।

মেসির সঙ্গে তাঁর দেখা হওয়ার বিষয়েও একটি কাহিনী তুলে ধরেন বাইজু রবীন্দ্রন। তিনি বলেন, ‘২০১১ সাল। তখন বাইজুর শুরুর দিক। সেই সময়ে কলকাতায় লিওনেল মেসি এবং আর্জেন্টিনা টিম একটি ম্যাচ খেলতে এসেছিল। আমি মেসিকে দেখব বলে কলকাতায় সেই একই হোটেলে ২ দিন টানা থেকেছিলাম। বারবার লিফটে ওঠানামা করতাম শুধু, যাতে মেসির সঙ্গে দেখা হয়ে যায়। শেষমেশ দেখা হয়েওছিল।’

তিনি বলেন, ‘১০ বছর আগে হলে আমাকে মেসির সঙ্গে কথা বলারও সুযোগ দেওয়া হত না। আর এখন ব্র্যান্ড ডিলের পর আমি মেসির সঙ্গে কথা বললাম। ওঁকে আমার সেই হোটেলে গিয়ে থাকার কাহিনীটা বললাম। উনি শুনে খুবই অবাক হয়ে গিয়েছেন।’ আরও পড়ুন: বিপুল লোকসান! FIFA, BCCI-এর সঙ্গে কয়েকশো কোটির চুক্তিতে ইতি টানছে Byju’s

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup