A‌nubrata Mondal: ‘‌এখানে আমাকে মশা কামড়াচ্ছে’‌, তিহাড় জেলে রাতে ঘুম ভেঙে যাচ্ছে অনুব্রতর

তিহাড় জেলে ভাল ঘুম হচ্ছে না অনুব্রত মণ্ডলের। প্রথম রাতেই বারবার ঘুম ভেঙে গেল। কারণ কানের সামনে ভোঁ ভোঁ শব্দ। মশার উৎপাতে রাতের ঘুম মাথায় উঠেছে। তার সঙ্গে বাঙালি খাবার এখানে পাচ্ছেন না তিনি। মাছের ঝোল–ভাত, আলু পোস্ত এবং পোস্তর বড়া পাতে নেই। আর এখানের তাওয়া রুটি, মোটা চালের ভাত, পেঁয়াজ–রসুনের ফোড়ন দেওয়া উত্তর ভারতীয় ডাল, বাঁধাকপির ঘ্যাঁট ভালো লাগছে না খেতে। তার সঙ্গে মঙ্গলবার রাতে তিহাড় জেলে বারবার ঘুম ভেঙে গিয়েছে অনুব্রত মণ্ডলের বলে জেল সূত্রে খবর।

এদিকে আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশকুমার শর্মার বেঞ্চে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে দায়ের করা জামিনের মামলার শুনানি আছে। কিছুদিন আগে ইডির হাতে গ্রেফতার, রাউজ অ্যাভিনিউ আদালতের জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট এবং ওই আদালতের এক্তিয়ারকে একসঙ্গে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অনুব্রত মণ্ডল। আর নিজের আইনজীবীদের বিষয়টি নিয়ে আজ, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের জামিনের শুনানিতে জোরদার সওয়াল করার পরামর্শ দিয়েছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি।

অন্যদিকে গরু পাচার মামলায় দু’‌দফায় ১৪ দিন ইডি হেফাজতে থেকেছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তিহাড় জেলে এসেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। আর সেদিনই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় সেখানকার জেল নম্বর ৭–এ। আর এখানেই মঙ্গলবার রাতে মশার কামড়ে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটেছে। মশার উৎপাতে একাধিকবার তাঁর ঘুম ভেঙেছে। আর উঠে বসেছেন। বুধবার মাথা গুনতির সময়ে অনুব্রতর সঙ্গে মুখোমুখি দেখা হয় সায়গল হোসেন এবং বাকিদের। সেখানেই তিনি বলেন, ‘‌এখানে আমাকে মশা কামড়াচ্ছে’‌। মশার উৎপাতের কথা জানিয়েছেন বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ এখানে একদিকে ঘুম হচ্ছে না। অন্যদিকে খাবার না–পসন্দ। সব মিলিয়ে বিরক্ত অনুব্রত মণ্ডল। এখানের বন্দিদের খাবারে কোনও আমিষ পদ নেই। তবে তিহাড়ের জেল হাসপাতালে কোনও বন্দি ভরতি থাকলে তারা ডিম পায়। এখানে আসার পর রুটিন মেনে সন্ধ্যে ৭টার মধ্যে নৈশভোজ শেষ হচ্ছে। এটাই এখানের নিয়ম। তাই রাতে আবার খিদে পেয়ে গিয়েছিল কেষ্টর। বুধবার ক্যান্টিন থেকে খাবার কিনে খেয়েছেন তিনি। আর কিছু খাবার বাঁচিয়ে রেখে দিয়েছেন রাতের জন্য। এমনকী বুধবার তাঁকে সকাল ৬টায় ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে। যা নিয়ে এক কারারক্ষীকে বিরক্তি প্রকাশ করেছেন অনুব্রত বলে জেল সূত্রে খবর।