East Bengal Likely To Sack Stephen Constantine After ISL Disaster

Stephen Constantine: কের পর এক ম্যাচ হারলেও কোচ স্টিফেন ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কিন্তু মাঠে খেলায় কোনও প্রভাব পড়েনি। আইএসএলের লিগ তালিকায় নয়ে শেষ করে ইস্টবেঙ্গল।


সৌমিত্র রায়, কলকাতা: দিন কয়েক আগেই এটিকে মোহনবাগানের খেতাব জয়ের মাধ্য়মে আইএসএল (ISL) মরসুম শেষ হয়েছে। তবে একদিকে যেখানে এক কলকাতার ক্লাব খেতাব, জিতেছে, সেখানে আরেক ক্লাব ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স বেশ হতাশাজনকই বটে। ২০টির মধ্যে মাত্র ছয়টি ম্যাচ জিতে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছে লাল হলুদ। আইএসএলে ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইনকে (Stephen Constantine)। খবর অনুযায়ী, চাকরি হারাচ্ছেন লাল হলুদ কোচ।

নতুন মরসুমে নতুন কোচ?

বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়ের পরেই কোচ বদলের এই সিদ্ধান্তের কথা জানালেন লগ্নিকারী সংস্থার কর্তা। কনস্ট্যান্টাইনের বদলে কে হবেন পরবর্তী লাল হলুদ কোচ? শোনা যাচ্ছে নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে স্প্যানিয়ার্ড জোসেপ গোম্বাউ (Josep Gombau)। তিনি সদ্য সমাপ্ত মরসুমে ওড়িশা এফসির দায়িত্বে থাকলেও, মরসুম শেষেই তাঁর সঙ্গে পড়শি রাজ্যের দল সম্পর্ক ছিন্ন করে। স্প্যানিয়ার্ড জোসেপের কোচ হওয়া নিশ্চিত না হলেও, স্টিভেন কনস্ট্যানটাইন যে পরের মরসুমে  ইস্টবেঙ্গল কোচের হটসিটে থাকছেন না, তা কার্যত নিশ্চিত। সুপার কাপের সম্ভবত লাল হলুদ কোচের পদ থেকে ছাটাই হতে চলেছেন কনস্ট্যান্টাইন।

trong>সমর্থকদের বিক্ষোভ

প্রসঙ্গত, পরপর মরসুমে লিগ তালিকার একেবারে নীচের দিকে শেষ করেছে ইস্টবেঙ্গল। দলের পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই লাল হলুদ সমর্থকরা ভীষণ হতাশ। এদিন বোর্ড মিটিং শুরুর আগে লগ্নিকারি সংস্থার অফিসের বাইরে প্ল্যাকার্ড, পোস্টার হাতে ইস্টবেঙ্গল সমর্থকরা বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ। পারফরম্যান্সের উন্নতির জন্য দলে যথেষ্ট বিনিয়োগ করার দাবিতেই সমর্থকরা এই বিক্ষোভ করেন।

কর্তার প্রতিশ্রুতি

এই পরিস্থিতিতে লাল-হলুদ জনতাকে আশ্বস্ত করছেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। জানিয়ে দিচ্ছেন, আগামী দু’বছরের মধ্যে আইএসএল চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। বুধবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের একটি অনুষ্ঠানে লাল হলুদ কর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘আমরা প্রতিজ্ঞা করছি আগামী দু’বছরের মধ্যে আইএসএল চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল।’

দেবব্রত সরকারের মন্তব্য ময়দানে আলোড়ন ফেলেছে। ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ আশার আলো দেখতে শুরু করেছে। যদিও দেবব্রত, ময়দানে যিনি নীতু নামে পরিচিত, তাঁকে অনেক সমর্থকই বিদ্রুপ করেছেন। প্রিয় দলের ধারাবাহিক ব্যর্থতায় হতাশ সমর্থকরা প্রশ্ন তুলেছেন, খেলা তো হয় মাঠে, এরকম ভবিষ্যদ্বাণী করার পিছনে যুক্তি কী?

গত মরসুমে সবাইকে হতবাক করে দিয়ে ইস্টবেঙ্গলের কোচ করে নিয়ে আসা হয়েছিল স্টিফেন কনস্ট্যান্টাইনকে। যিনি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন হেডস্যার। কিন্তু তাতেও ইস্টবেঙ্গলের ব্যর্থতার ছবিটা বদলায়নি। দলের দায়িত্ব নিয়ে কোচ সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, এক বছরের মধ্যে অন্য ইস্টবেঙ্গলকে দেখতে পাওয়া যাবে। কিন্তু তারপরও ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হয়েছে লাল হলুদ শিবিরকে। একের পর এক ম্যাচ হারলেও কোচ স্টিফেন ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। কিন্তু মাঠে খেলায় কোনও প্রভাব পড়েনি। যে কারণে সমর্থকরাও হতাশ। অন্যতম শীর্ষকর্তার আশ্বাস কি সেই ছবিটা বদলাতে পারবে? প্রার্থনা শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকেরা।

আরও পড়ুন: বক্সিং চ্যাম্পিয়নশিপের সেমিতে লভলিনা, নিখাতরা, ভারতের চার পদকজয় নিশ্চিত