Mathabhanga Incident: রাতের অন্ধকারে ছ’টি বাড়িতে সিঁধ কাটল চোরেরা, নেপথ্য ঘটনা কী?‌ মাথাভাঙায় আতঙ্ক

পর পর ৬টি বাড়িতে সিঁধ কাটল চোর। অথচ চুরি যায়নি কিছুই। মাথাভাঙা–২ ব্লকের লতাপোঁতা পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি পঞ্চাননপল্লিতে রাতের অন্ধকারে ৬টি বাড়িতে সিঁধ কাটে চোর। কিছু চুরি না গেলেও সবক’টি বাড়ির ক্ষেত্রেই একটি মিল পাওয়া গিয়েছে। সেটি হল, এই ৬টি বাড়িতেই শিশু রয়েছে। আর তাতেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, সম্ভবত শিশুচুরি করতে এসেছিল চোরেরা। যদিও বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঘোকসাডাঙা থানার পুলিশ।

ঠিক কী বলছেন গ্রামবাসীরা?‌ এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁরা জানান, যে ছ’টি বাড়িতে সিঁধ কাটা হয়েছিল তার প্রত্যেকটি বাড়িতে এক বছর থেকে শুরু করে ছ’বছর বয়সের শিশু রয়েছে। এমনকী যে ঘরে শিশুরা ঘুমিয়েছিল ঠিক সেই ঘরের সিঁধ কাটা হয়েছে। এই সিঁধ কাটার বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনায় এলাকায় আসে ঘোকসাডাঙা থানার পুলিশ। তারা তদন্তে শুরু করেছে।

আর কী জানা যাচ্ছে?‌ এদিন রাতে পঞ্চাননপল্লিতে ভূপেন বর্মণ, প্রদীপ বর্মণ, বাসুদেব বর্মণ, প্রসেনজিৎ বর্মণ, নিরঞ্জন বর্মণ এবং শান্ত বর্মণদের শোবার ঘরে সিঁধ কাটে চোর। এটা বিশেষ উদ্দেশেই করা হয়েছে বলে মনে করছে পুলিশ। শিশু চুরি করতেই এটা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। মহেশচন্দ্র বর্মন বলেন, ‘‌রাত আড়াইটে নাগাদ বউমা হঠাৎ চিৎকার করে ওঠে। সকালে জানতে পারলাম, সিঁধ কেটে কেউ ঘরে ঢুকেছিল। নাতিকে চুরির জন্য এটা করা হয়েছিল। বিষয়টি ঘোকসাডাঙা থানার পুলিশকে আমি জানিয়েছি।’‌

ঠিক কে, কি বলছেন?‌যে ঘরগুলিতে সিঁধ কাটা হয়েছে সেইসব ঘরে শিশু ছিল। ভূপেন বর্মণ, প্রসেনজিৎ বর্মণ বলেন, ‘‌আমরা আশঙ্কা করছি শিশুচুরি করার জন্যই চোরেরা সিঁধ কেটেছিল। কারণ যে ঘরগুলিতে সিঁধ কাটা হয়েছে, সেখানে শিশুরা ঘুমিয়েছিল। ঘটনাটি পুলিশকে জানিয়েছি। এতগুলি বাড়িতে পর পর কে বা কারা সিঁধ কাটল কারা, সেটা বোঝা যাচ্ছে না।’‌ কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ বলেন, ‘‌পঞ্চাননপল্লিতে একই রাতে ৬টি বাড়িতে সিঁধ কাটার ঘটনা ঘটেছে। শিশুচুরির ঘটনা কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। নিশ্চয় ঘটনার রহস্য উন্মোচিত হবে।’‌ মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, ‘‌একই পাড়ায় ৬টি বাড়িতে সিঁধ কাটার ঘটনা ঘটেছে। তদন্ত চলছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup