রোহিতের টিম ইন্ডিয়া কি টেস্ট ফাইনাল ও বিশ্বকাপ জিততে পারবে? বড় মন্তব্য করলেন রবি শাস্ত্রী। Ravi Shastri on Team India chances in ODI World Cup and World Test Championship final

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিরিজে এগিয়ে থাকার পরেও হোঁচট খেয়ে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy 2023) জয়। এরপর অস্ট্রেলিয়ার (Asutralia) বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু করলেও, ২-১ ব্যবধানে লজ্জাজনকভাবে একদিনের সিরিজে হার। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দলের ফুটোফাটা প্রকাশ্যে চলে এসেছে। এর সঙ্গে যোগ হয়েছে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant) ও শ্রেয়স আইয়ারের (Shreys Iyer) চোট। তিন তারকার বাইরে অভাব বারবার অনুভূত হচ্ছে। এমন প্রেক্ষাপটে কি আদৌ চলতি বছর দুটি আইসিসি (ICC) ইভেন্ট জেতা সম্ভব? বড় আপডেট দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও লিওনেল মেসির (Lionel Messi) প্রসঙ্গ টানলেন তিনি। 

শাস্ত্রী বলেন, “ভারত ধারাবাহিকভাবে ভাল খেলছে। ফাইনাল, সেমিফাইনালে উঠছে নিয়ম করে। একটি আইসিসি ট্রফি জিততে সচিন তেন্ডুলকরকে ছ’টি বিশ্বকাপ খেলতে হয়েছিল। ছ’টি বিশ্বকাপ মানে ২৪ বছর। শেষ বিশ্বকাপে এসে খেতাব জিতেছিল সচিন। লিও মেসির কথা ভেবে দেখুন। দারুণ এক দৃষ্টান্ত তৈরি করেছে মেসি। কত বছর ধরে খেলে চলেছে ও। যখন জিততে শুরু করল, তখন একে একে কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতল। বিশ্বকাপ ফাইনালে গোলও করল। ফলে আসল সময়ের জন্য অপেক্ষাই করতে হবে।”  

টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ বলেন, “অনেক বছর হয়ে গেল ভারতীয় দল আইসিসি ইভেন্ট জেতেনি। তবে প্রায় প্রতিবারই দল আইসিসি ইভেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলেছে। ফলে বোঝা যাচ্ছে এই দলটার মধ্যে প্রতিভার অভাব নেই। যদিও এবার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে দুটি অধরা আইসিসি ইভেন্ট জেতা সম্ভব।” 

আরও পড়ুন: Jasprit Bumrah Injury: কেমন আছেন চোটে জর্জরিত বুমরা? কে জানেন তাঁর চোটের আপডেট? জানতে পড়ুন

আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: পাকিস্তানেই এশিয়া কাপ! রোহিতের টিম ইন্ডিয়া খেলবে কোথায়? জেনে নিন

২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর থেকে ভারতীয় দল আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফিরে এসেছে। এমনকি বিরাট কোহলি ও শাস্ত্রীর যুগে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেট এবং দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফর্ম করলেও, আইসিসি প্রতিযোগিতায় আসল সময় চাপ বজায় রাখতে পারেনি। এমন অবস্থায় আর কয়েক দিন পরেই শুরু হবে আইপিএল। এরপর ক্রোড়পতি লিগ শেষ হলেই ৭ এপ্রিল থেকে শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট ফাইনাল। এছাড়া অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে আয়োজিত হবে বিশ্বকাপ। 

গতবার আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছিল ভারত। এমনকি সেই একই দলের বিরুদ্ধে ২০১৯ সালে বিশ্বকাপের সেমি ফাইনালেও হারতে হয়েছিল ভারতকে। তবে এবার কী চিত্রটা বদলাবে? উত্তর দেবে সময়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)