MI-W Vs UPW-W WPL 2023 Mumbai Indians Given Target Of 183 Runs Against Uttar Pradesh Warriorz Playoff Match 21 DY Patil Stadium


মুম্বই: তখন ১৬ ওভার সবে শেষ হয়েছে। উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) প্লে অফ ম্যাচে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্সের (UP Warriorz) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে মুম্বই ইন্ডিয়ান্সের (MI Women) স্কোর ১২৮/৩। তখনও মনে হচ্ছিল, ম্যাচের লাগাম রয়েছে ইউপি ওয়ারিয়র্সের হাতে।

পরের চার ওভারে সব ওলট পালট হয়ে গেল। বলা ভাল, ওলট পালট করে দিলেন ন্যাট সিভার ব্রান্ট। ৩৮ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। শেষ ৪ ওভারে ৬৬ রান যোগ করল মুম্বই! একটা সময় যেখানে মনে হচ্ছিল দেড়শো করবে মুম্বই, সেখানে তাদের ইনিংস শেষ হল ১৮২/৪ স্কোরে। ফাইনালে উঠতে গেলে ১৮৩ রান তুলতে হবে ইউপি ওয়ারিয়র্সকে। যে কাজ বেশ কঠিন হতে পারে।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। শুক্রবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের আইপিএলের এলিমিনেটর দেখতে হাজির হয়েছিলেন হিলির তারকা স্বামীও। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। হিলি টসের পর বলেছিলেন, ‘আশা করছি মুম্বইকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে পারবে আমাদের বোলাররা।’

ইনিংসের পঞ্চম ওভারে ইয়াস্তিকা ভাটিয়াকে (১৮ বলে ২১ রান) ফিরিয়ে মুম্বই শিবিরে ধাক্কা দেন অঞ্জলি সর্বাণী। দশম ওভারে পার্শভি চোপড়ার বলে ফেরেন হেলি ম্যাথিউজ (২৬ বলে ২৬ রান)। তবে উইকেটের অপর প্রান্তে ন্যাট সিভার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। ১০ ওভারের শেষে মুম্ব

ইয়ের স্কোর দাঁড়ায় ৭৮/২।

 


পরের দশ ওভারে ১০৪ রান যোগ করে মুম্বই। এবং সেটাও আর ২ উইকেট খুইয়ে। সিভারের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছক্কা। হরমনপ্রীত কৌর বড় রান পাননি। মুম্বই অধিনায়ক ১৫ বলে ১৪ রান করে ফেরেন। তবে সিভার সেই খামতি পুষিয়ে দেন। অ্যামেলিয়া কের ১৯ বলে ২৯ রান করেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা দীপ্তি শর্মা ৪ ওভারে ৩৯ রান খরচ করেন। সব মিলিয়ে রানের পাহাড়ে মুম্বই। এখান থেকে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য অগ্নিপরীক্ষা দিতে হবে ইউপি ওয়ারিয়র্সের ব্য়াটারদের।

আরও পড়ুন: ঋদ্ধিমান আমাদের সম্পদ, বলছেন গতবারের আইপিএল জয়ী দলের ডিরেক্টর