Bollywood Stars Abhishek Bachchan, Kajol Congratulate Nitu Ghanghas For Winning Gold At Women’s World Boxing Championships


নয়াদিল্লি: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (World Boxing Championship) ৪৮ কেজি বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান আলটানসেটসেগকে (Lutsaikhan Altansetseg) হারিয়ে স্বর্ণপদক জিতলেন ভারতের নীতু ঘনঘাস (Nitu Ghanghas)। ৫-০ স্কোরলাইনে দাপটের সঙ্গে ফাইনাল জেতেন ভারতীয় বক্সার। ভারতের এই গর্বের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নীতুকে শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan), কাজল (Kajol) প্রমুখ বলিউড তারকাও। 

নীতুকে শুভেচ্ছা অভিষেক-কাজলের

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে নীতু ঘনঘাসকে শুভেচ্ছা জানান ‘সরকার’ অভিষেক বচ্চন। একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘উইমেন্স বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ সোনার পদক জেতার জন্য শুভেচ্ছা নীত ঘনঘাস। আমাদের দেশকে গর্বিত করেছ তুমি এবং আমাদের সকলকে তোমার সংকল্প এবং বিজয় দিয়ে অনুপ্রাণিত করেছ।’

ইনস্টাগ্রাম স্টোরিতে সোনার পদক হাতে নীতুর একটি ছবি পোস্ট করে কাজল লেখেন, ‘ব্রাভো নীতু ঘনঘাস! উইমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮কেজি বিভাগে তোমার সাফল্য তোমার দক্ষতা ও সংকল্পের প্রতিচ্ছবি। তুমি রোল মডেল ও তোমার সাফল্য উদযাপন করতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

প্রসঙ্গত, ষষ্ঠ ভারতীয় হিসাবে বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু। ২০২২ সালে বার্মিংহামে ‘কমনওয়েলথ গেমস’-এও সোনার পদক পান নীতু। আলুয়া বালকিবেকোভাকে ৫-২ হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেন নীতু। এর আগে গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও, বক্সিং চ্যাম্পিয়নশিপে কোনওদিনও সোনা জিততে পারেননি নীতু। তাই প্রথমবার খেতাব জয়ের আশা নিয়েই রিংয়ে নেমেছিলেন তিনি। প্রথম রাউন্ডে কিন্তু শুরু থেকেই নীতু দাপট দেখান। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে অবশ্য দুই বক্সারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষের দিকে নীতু রাশ নিজের দখলে নিয়ে নেন। প্রথম দুই রাউন্ডের পর নীতু এমনিই লিডে ছিলেন, তৃতীয় রাউন্ড শেষে তাঁর জয়টাও নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে দিনের শেষ ফাইনালেও সোনা এল ভারতের ঝুলিতে। ৮১ কেজি বিভাগে চিনের ওয়াং লিনাকে পরাজিত করলেন স্বাতী বোড়া (Saweety Boora)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৪-৩ স্কোরে ম্যাচ জিতলেন ভারতীয় বক্সার। তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক।

এর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি এবং গত বছর নিখাত জারিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। প্রত্যেকেই একবার চ্যাম্পিয়নশিপ জিতলেও, মেরি কমই একমাত্র বক্সার যিনি এক, দুই নয়, ছয়বার বিশ্বখেতাব জিতেছেন। প্রসঙ্গত, বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব কিন্তু এখনই শেষ হয়নি। কাল লভলিনা বড়গোঁহাই ও নিখাত জারিনও নিজেদের বিভাগের ফাইনাল খেলতে রিংয়ে নামবেন।