DA Protest: ধর্মঘট পালন করায় শোকজ, জবাব দিতে ঢাক-ঢোল বাজিয়ে এসআই অফিসে রায়গঞ্জের শিক্ষকরা

শোকজ করার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ প্রাথমিক শিক্ষকদের। ডিএ-র দাবিতে ১০ মার্চ পালিত হয়েছিল সরকারি কর্মচারীদের। সেই ধর্মঘট পালন করায় শোকজের মুখে পড়তে হয়েছে রায়গঞ্জ দক্ষিণ সার্কেলের প্রাথমিক শিক্ষকদের। এবার সেই শিক্ষকরা ঢাক ঢোল বাজিয়ে আবির খেলে শোকজের জবাব দিতে রায়গঞ্জের বারোদুয়ারীতে এস আই অফিসে গেলেন।

১৪২ জন প্রাথমিক শিক্ষক এদিন এসআই অফিসে তাদের শোকজের জবাব দেন। সেখানে শিক্ষকদের দাবি, তাঁরা একদিন স্কুলে যাননি, তাই তাঁরা বেতন নেবেন না। এসআই অফিসে জবাব দিতে আসা শিক্ষকমণ্ডলীর সদস্য কৃষ্ণেন্দু রায়চৌধুরী বলেন, ‘আমরা আগেই জানি যে আমরা একদিন কাজ করিনি তাই আমাদের একদিনের বেতন কাটা যাবে। তাই আমরা উৎসাহের সঙ্গে ঢাক বাজিয়ে শোকজের জবাব দিতে এসেছি। এর মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই, ধমকে, চমকে আমাদের রোখা যাবে না। বকেয়া ডিএ না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। ‘

অন্যদিকে এই বিষয় নিয়ে প্রাথমিক দক্ষিণ শাখার এস আই সাব্বির আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি ঘরের মধ্যে রয়েছি। তেমন কোনও ঢাকে বাজার আওয়াজ শুনতে পাইনি। আমি সাংবাদমাধ্যমের কাছ থেকেই বিষয়টি জেনেছি।’ এমনকি তাঁর অফিসের ভেতরেও কেউ ঢাক বাজাননি, তাই তার দাবি শিক্ষকরা শান্ত ভাবে এসে শোকজের জবাব জমা দিয়েছেন।