DC Vs MI Live Streaming, WPL Final: Where To Watch Women’s Premier League Live


মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে নামতে চলেছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি। রান তাড়া করতে নেমে ১১ ওভারেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মেগ ল্য়ানিং বাহিনী। তার জন্যই পয়েন্ট টেবিলে একদম শীর্ষে পৌঁছে গিয়েছিল দিল্লি। 

আজকের ম্যাচ

আজ উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান

্স

কোথায় ম্যাচ?

আজকের ম্যাচটি হবে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম

কখন শুরু ম্যাচ?

ম্যাচ শুরু সন্ধে ৭.৩০টায়, তার আধঘণ্টা আগে টস হবে

কোথায় দেখা যাবে খেলা?

ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে

প্রথমবারের উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনালে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আজই টুর্নামেন্টের ফাইনালে লড়াইয়ে নামতে চলেছে ২ দল। উদ্বোধনী মরসুমে ট্রফি জয়ের হাতছানি। তবে লড়াই যে অত সহজ হবে না মানছেন দিল্লক্য়াপিটালসের ক্যাপ্টেন মেগ ল্য়ানিংও। গ্রুপ পর্বে শীর্ষে থেকে ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছিল দিল্লি। অন্যদিকে মুম্বই দ্বিতীয় দল হিসেবে লিগ পর্ব থেকে প্লে অফে পৌঁছেছিল। পরে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে তারা ফাইনালে চলে যায়। ফাইনালে নামার আগে সাংবাদিক বৈঠকে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন মেগ ল্যানিং। 

কী বললেন ল্য়ানিং?

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অজি তারকা ব্যাটার বলেন, ”ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ওঁদের খেলা দেখেছি। দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে ওঁদের দলে। ওঁরা নিজেদের দিনে সেরা পারফর্মার। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমরা আত্মবিশ্বাসীও।” তিনি আরও বলেন, ”লড়াইটা কঠিন হবে। কিন্তু আমাদের এত কিছুর ভাবার সময় নেই। ভেবেও লাভ নেই। গোটা টুর্নামেন্টেই আমরা দল হিসেবে দারুণ খেলেছি। সেই খেলাটাই খেলে যেতে চাই। ফাইনালটা সবাই উপভোগ করতে চাই। বাড়তি চাপ নিতে চাই না। মেয়েদের আমি উদ্বুদ্ধ করতে চাই। এটাই বলব সবাই ক্রিকেটটা উপভোগ কর। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। যা সুযোগ আসবে, তা লুফে নিতে হবে।” 

দিল্লি ক্যাপিটালসের এবারের সাফল্যের বেশিরভাগ কৃতিত্বই মেগ ল্যানিং ও শেফালি ভার্মার ওপেনিং জুটির। ২ জনেই পাওয়ার প্লে-তে বিধ্বংসী ব্য়াটিংয়ের মাধ্যমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করেছেন।