Elephant attack: শুঁড়ে তুলে আছাড় মারল হাতি, মেদিনীপুরে বৃদ্ধার মৃত্যু

আবারও হাতির হানায় প্রাণ গেল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুড়িগুড়িপাল থানার অন্তর্গত মুরাকাটা এলাকায়। মৃতের নাম শীলা গোড়াই। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল ৬টা নাগাদ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খড়্গপুরের দিক থেকে কাঁসাই নদী পেরিয়ে মুরাকাটা জঙ্গলে একটি হাতি ঢুকে পড়েছিল। সেই সময় জঙ্গলে পাতা এবং মহুয়া ফুল কুড়াতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। তখনই তিনি হাতির সামনে পড়ে যান। কিন্তু, সেখান থেকে পালিয়ে বাঁচতে পারেননি বৃদ্ধা। তাঁকে শুঁড়ে করে আছার মারে হাতিটি। ঘটনায় বৃদ্ধা পায়ে এবং পিঠে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা জঙ্গলে গেলে বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। মেদিনীপুর ডিভিশনের ডিএফও সন্দীপ বরোয়াল জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী হাতির হানায় মৃত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। জঙ্গল থেকে হাতিকে তাড়ানোর জন্য চেষ্টা করছেন বনকর্মীরা। এর পাশাপাশি শিকার উৎসব চলছে। সেই উৎসব রুখতে পদক্ষেপ করা হয়েছে।

প্রসঙ্গত, বনদফতরের তরফে আগেই স্থানীয়দের জঙ্গলে মহুয়া ফুল সংগ্রহ এবং পাতা কুড়োতে নিষেধ করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন। জানা গিয়েছে, আজ চাঁদরা এলাকায় উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। সেখানে শিকার উৎসব আটকানোর জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, গত কয়েকদিন হাতির হানায় একের পর এক মৃত্যু হয়েছে ঝাড়গ্রামে। শুক্রবার তিনজন গ্রামবাসীর মৃত্যুর খবর পাওয়া যায়। শুক্রবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত দলদলি এবং ফুলগেড়িয়ায় মহুল ফুল সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এর ফলে গত কয়েকদিনে হাতির হানায় মৃত্যু সংখ্যা মোট ৮। এই ঘটনায় জঙ্গল লাগোয়া অঞ্চলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। বেশ কয়েকজন বাসিন্দা মহুল ফুল সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ বলেও জানা গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup