‘It’s A Massive Challenge But We Are Confident’: Meg Lanning Ahead Of WPL Final Against Mumbai Indians


মুম্বই: প্রথমবারের উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনালে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আজই টুর্নামেন্টের ফাইনালে লড়াইয়ে নামতে চলেছে ২ দল। উদ্বোধনী মরসুমে ট্রফি জয়ের হাতছানি। তবে লড়াই যে অত সহজ হবে না মানছেন দিল্লক্য়াপিটালসের ক্যাপ্টেন মেগ ল্য়ানিংও। গ্রুপ পর্বে শীর্ষে থেকে ফাইনালে সরাসরি জায়গা করে নিয়েছিল দিল্লি। অন্যদিকে মুম্বই দ্বিতীয় দল হিসেবে লিগ পর্ব থেকে প্লে অফে পৌঁছেছিল। পরে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে তারা ফাইনালে চলে যায়। ফাইনালে নামার আগে সাংবাদিক বৈঠকে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন মেগ ল্যানিং।

কী বললেন ল্য়ানিং?

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অজি তারকা ব্যাটার বলেন, ”ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ওঁদের খেলা দেখেছি। দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে ওঁদের দলে। ওঁরা নিজেদের দিনে সেরা পারফর্মার। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমরা আত্মবিশ্বাসীও।” তিনি আরও বলেন, ”লড়াইটা কঠিন হবে। কিন্তু আমাদের এত কিছুর ভাবার সময় নেই। ভেবেও লাভ নেই। গোটা টুর্নামেন্টেই আমরা দল হিসেবে দারুণ খেলেছি। সেই খেলাটাই খেলে যেতে চাই। ফাইনালটা সবাই উপভোগ করতে চাই। বাড়তি চাপ নিতে চাই না। মেয়েদের আমি উদ্বুদ্ধ করতে চাই। এটাই বলব সবাই ক্রিকেটটা উপভোগ কর। মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। যা সুযোগ আসবে, তা লুফে নিতে হবে।” 

দিল্লি ক্যাপিটালসের এবারের সাফল্যের বেশিরভাগ কৃতিত্বই মেগ ল্যানিং ও শেফালি ভার্মার ওপেনিং জুটির। ২ জনেই পাওয়ার প্লে-তে বিধ্বংসী ব্য়াটিংয়ের মাধ্যমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলার

দের ওপর চাপ তৈরি করেছেন।

কী বলছেন হরমনপ্রীত?

ফাইনালে নামার আগে দিল্লির ওপেনিং জুটিকে সমীহ করছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। তিনি বলছেন, ”এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা ওপেনিং জুটি দিল্লি ক্যাপিটালসের। আমাদের বিরুদ্ধে ও অন্য়ান্য দলের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করেছে মেগ-শেফালি জুটি। আমরা খুব ভাল করেই জানিয়ে যে ওঁরা সেট হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই আমাদের প্রথমেই দিল্লির ওপেনিং জুটিকে ফেরাতে হবে।”

উল্লেখ্য, এবারই প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের আসর বসেছে। পাঁচ দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ইউ পিওয়ারিয়র্স ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে।