MLA Tapas Roy: ‘‌আটকাতে পারলে এই পরিস্থিতি দেখতে হত না’‌, আক্ষেপ তৃণমূল বিধায়কের

নিয়োগ দুর্নীতি ইস্যুতে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই দলের নানা নেতা–মন্ত্রী আগ বাড়িয়ে মন্তব্য করছেন। তাতে আরও অস্বস্তি বাড়ছে। এই পরিস্থিতিতে সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই শাসকদলকে বিঁধতে দুর্নীতি বাণে বিদ্ধ করছে বিরোধীরা। আর তৃণমূল কংগ্রেস আসল ঘটনা প্রকাশ্যে আনতে মরিয়া চেষ্টা করছে। কেমন করে বাম জমানায় এই চিরকূটে চাকরি থেকে কোটার চাকরি দিয়ে দুর্নীতি করেছে সেটা সামনে আনতে উদ্যোগী হয়েছে। এবার বিধায়ক তাপস রায় এই বিষয়ে মুখ খুললেন এবং নতুন তথ্য সামনে আনলেন।

ঠিক কী বলেছেন বিধায়ক?‌ নিয়োগ দুর্নীতি নিয়ে অন্য দল থেকে নেতা নেওয়াকে তিনি দায়ী করেছেন। আর শোনা গিয়েছে তাঁর গলায় আক্ষেপের সুর। উত্তর ২৪ পরগনার খড়দায় রবীন্দ্রভবনে দলের একটি কর্মসূচিতে অংশ নিয়ে তাপস রায় বলেন, ‘‌অন্য দলের বদমায়েশগুলি নিজের মাটি শক্ত করার জন্য আমাদের দলে ঢুকে পড়েছে। তারা চায় সরকারি দলের সঙ্গে থাকতে। তারা খুঁজেও পেল আমাদের কাউকে কাউকে। আর তারা ঢুকে পড়ল আমাদের দলে। তারা আমাদের দলে ঢুকে নিজেদের কাজ করছে। এই জায়গাটা আমরা আটকাতে পারিনি। এই জায়গাটা আমরা আটকাতে পারলে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না।’‌

কেন এমন বললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক?‌ নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি– সিবিআইয়ের জালে ধরা পড়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা, বিধায়করা। আবার কুন্তল ঘোষই হোক, কিংবা শান্তনু বন্দ্যোপাধ্যায় তাঁদের সম্পত্তির পরিমাণ দেখে চমকে যেতে হচ্ছে। দল যদিও তাঁদের বহিষ্কার করেছে। কিন্তু সবই কি অগোচরে ঘটেছিল?‌ উঠছে প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ জোর দিয়ে মানুষের মন বুঝে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেখানে তাপস রায়ের এই আক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আর কী বলছেন তৃণমূল বিধায়ক?‌ এখন দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে কর্মীদের পাঠ দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। এই বিষয়ে বিধায়ক তাপস রায় বলেন, ‘‌ভুল–ত্রুটি কি আমাদের নেই? আমাদেরও আছে ভুল–ত্রুটি। সেগুলি সবাই শুধরে নেবেন। আর দম্ভ, অহংকার ছেড়ে আপনারা জনপ্রতিনিধিরা মানুষের কাছে যান। এই কারণেই আপনাদের দল ক্ষমতা দিয়েছে।’‌ তাপসবাবুর বাতলে দেওয়া পথে এখন কতটা সাফল্য আসে সেটাই দেখার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup