Satwiksairaj Rankireddy and Chirag Shetty: চিনকে গুঁড়িয়ে সুইস ওপেন জিতে নিলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ-চিরাগ

Satwiksairaj Rankireddy and Chirag Shetty win Swiss Open doubles title: শেষ হাসি হাসল ভারত। চিনকে হারিয়ে সুইস ওপেন জিতে নিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এদিন ভারতীয় জুটি চিনের রেন জিয়াং ইউ ও ট্যান কুইয়াংকে মুখ তুলতে দেননি। দুরন্ত ব্যাডমিন্টন খেলেছেন দেশের দুই প্রথমসারির শাটলার।