Pawan Khera: রাহুল সাংসদপদ খোয়াতেই পবন খেরা ক্ষমা চাইলেন পুরনো এক টুইট নিয়ে! দিলেন জোরালো বার্তা

ফৌজদারি মানহানি মামলায় ২ বছরের কারাবাসের সাজার জেরে লোকসভার সংসদের আসন সদ্য খুইয়েছেন রাহুল গান্ধী। সেই ঘটনার পর এবার কংগ্রেসের পবন খেরা ক্ষমা চাইলেন তাঁর এক টুইট ঘিরে। রাহুল যেখানে ২০১৯ সালে তাঁর মন্তব্যের জেরে ক্ষমা না চাওয়ার বিষয়ে অনড়, সেখানে পবন খেরা ‘তপস্যা’ শব্দ উল্লেখ করে তাঁর এক পুরনো টুইট নিয়ে ক্ষমা চেয়ে নেন।

উল্লেখ্য, গত বছর রাজ্যসভায় পার্টির তরফে সাংসদদের নামের তালিকায় নাম ছিল না কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি দফতরের প্রধান পবন খেরার। তারপরই পবন খেরা খানিকটা মনক্ষুণ্ণ হয়ে একটি টুইট করেন। এদিকে, সদ্য রাহুল গান্ধীর সাংসদ পদ খোয়ানোর মতো ঘটনার পর পবন খেরা বলেন,’ আমি ক্ষমা চাইছি আপনাদের সকলের কাছে, আমার নেতৃত্বের কাছে। আমি যখন রাজ্যসভা আসন পাইনি তখন আমি লিখেছিলাম, আমার তপস্যায় কিছু কমতি থেকে গিয়েছে তাহলে। আমি এখন দেখছি রাহুলকে,  যিনি নিজে ক্ষমতা থেকে দূরে থেকে এখনও নিজের তপস্যা চালিয়ে যাচ্ছেন। এর থেকে বড় আর কী হতে পারে?’ ( পরিবারবাদ চর্চার মাঝে সুষমা-কন্যা বাঁশুরি পা রাখলেন রাজনীতিতে, পেলেন BJPর কোন পদ)

পবন খেরা বলেন, ‘আমি আজ আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। লড়াই করার সময় এসেছে, কেউ আওয়াজ তুলতে হবে, ক্ষমতা আসুক বা না আসুক, আমরা লড়াই করব এবং জিতব। ’ উল্লেখ্য, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সিনিয়র নেতাদের জমায়েতে এই বক্তব্য পেশ করেন পবন খেরা। উল্লেখ্য, ২০১৯ সালে মোদী পদবী নিয়ে এক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের প্রেক্ষিতেই রাহুলের বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানির মামলা। সেই মামলার জেরে ২ বছরের কারাবাস ও ১৫ হাজার টাকার মানহানির মামলা দায়ের হয়েছে রাহুলের বিরুদ্ধে। এরপরই তাঁর সাংসদপদ খারিজ হয়। সোমবার তাঁকে সাংসদ হিসাবে থাকার বাংলো থেকেও সরে যেতে বলা হয়েছে। এদিকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ঘটনার পর কংগ্রেস ‘সংকল্প সত্যাগ্রহ’ শুরু করে। সেখানেই ঝোড়ো ভাষণে কার্যত বিজেপিকে একহাত নেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup