WPL 2023 Winners Prize Money Of Orange Cap Purple Cap MVP Of Womens Premier League Mumbai Indians


মুম্বই : দিল্লিকে হারিয়ে শেষ হাসি হেসেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। প্রথম ওম্যান্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League) জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩১ রান তাড়া করতে নেমে সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় মুম্বই। ন্যাট স্কিভার-ব্রান্ট অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক হিসেবে যার জেরে প্রথম টি ২০ খেতাব জিতলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। চ্যাম্পিয়ন দল হিসেবে ৬ কোটি টাকা পুরস্কার মূল্য জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রানার্স আপ হয়ে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) পেয়েছে ৩ কোটি টাকা। আর তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করায় ১ কোটি পেয়েছে ইউপি ওয়ারিয়র্স। প্রথম ডব্লিউপিএলে (WPL) ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে কোন খেতাব পেলেন কোন ক্রিকেটার ?

অরেঞ্জ ক্য়াপ

অধিনায়ক হিসেবে টি ২০ খেতাব জয়ের পথ এখনও দেখতে না পেলেও ব্যাটার হিসেবে অবশ্য অরেঞ্জ ক্যাপ দখল করেছেন মেগ ল্যানিং (Meg Lanning)। ৯ ইনিংসে ৪৯-র বেশি গড়ে ৩৪৫ রান করেছেন তিনি। রয়েছে জোড়া হাফ সেঞ্চুরি। সবথেকে বেশি রান ল্যানিংয়ের ঝুলিতে গেলেও এলিমিনেটর ও ফাইনালে দুরন্ত অর্ধ শতরানে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় কার্যত শীর্ষে আর কিছুটা হলে পৌঁছেই যাচ্ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডার ন্যাট স্কিভার-ব্রান্ট। যদিও শেষ পর্যন্ত ল্যানিংয়ের থেকে ১৩ রান কম করেছেন তিনি। রয়েছে সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় দুই নম্বরে। ২৮১ রানের সুবাদে তালিকার চার নম্বরে হরমনপ্রীত। একমাত্র ভারতীয় হিসেবে প্রথম পাঁচের মধ্যে তিন

পার্পল ক্যাপ

সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়েও চলেছে টানটান লড়াই। মুম্বই ইন্ডিয়ান্সের হেইলি ম্যাথিউজ (Hayley Mathews) ও ইউপি ওয়ারিয়র্সের সোফি একলেস্টোন প্রতিযোগিতা শেষ করেছেন ১৬ টি করে উইকেট পেয়ে। ইকোনমি রেট ও গড়ের সুবাদে অবশ্য খেতাব জিতে নিয়েছেন হেইলি। 

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার

পার্পল ক্যাপই শুধু নয় প্রতিযোগিতার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাবও জিতে নিয়েছেন হেইলি ম্যাথিউজ। ১৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ক্যারিবিয়ান এই ক্রিকেটার ২৭১ রান। সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। ট্রফির পাশাপাশি ৫ লক্ষ টাকাও পেয়েছেন হেইলি।

এদিকে, ফাইনালিস্ট দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস যুগ্মভাবে পেয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। প্রতিযোগিতার সেরা ক্যাচের পুরস্কার পেয়েছেন হরমনপ্রীত কৌর। যস্তিকা ভাটিয়া পেয়েছেন এমার্জিং প্লেয়ারের তকমা। ব্যাট হাতে ২১৪ রান করেছেন যস্তিকা। 

আরও পড়ুন- ফের বড় চমক মরক্কোর, প্রথমবার ব্রাজিলকে হারাল বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা