Coronavirus New Variant XBB.1.16 Most Cases In This State, Know How Many Cases Are There In The Country


নয়াদিল্লি : দেশের বিভিন্ন রাজ্যে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট। এবার বিশেষজ্ঞরা মনে করছেন,  XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী।

INSACOG তথ্য অনুসারে, সারা দেশে কোভিড-১৯ (covid 19) এর XBB.1.16  ভ্যারিয়েন্টের মোট ৬১০ টি কেস রিপোর্ট করা হয়েছে। এই ভ্যারিয়েন্টের প্রকোপ দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাওয়া গিয়েছে। INSACOG-এর তথ্য অনুসারে, মহারাষ্ট্র এবং গুজরাতে করোনার এই রূপের সর্বাধিক সংখ্যক নমুনা পাওয়া গেছে। ১৬৪ টি নমুনার মধ্যে ১৬৪ টিই  XBB.1.16  ভ্যারিয়েন্টের।

এর পরে, তেলেঙ্গানায় ৯৩ টি এবং কর্ণাটকে ৮৬  টি  এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে।  XBB 1.16 ভ্যারিয়েন্টের হদিশ প্রথম মেলে জানুয়ারিতে। সম্প্রতি, দেশে কোভিড ১৯ এর ফের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে।  বিশেষজ্ঞরা মনে করছেন, এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টের জন্যই করোনা আবার দ্রুত বাড়ছে।

দেশে বাড়ছে করোা আক্রান্তের সংখ্যা

দেশে করোনা পরিস্থিতির কথা বলতে গেলে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর ১৩৪ দিন পর দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সোমবার সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, দৈনিক সংক্রমণের হার ৩.১৯ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ১.৩৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে

মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী, দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩০০। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে ছয়জনের মৃত্যুর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,৮৩৭। চণ্ডীগড়, গুজরাট, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশে একজন সংক্রামিত ব্যক্তির মৃত্যু হয়েছে, এবং কেরালায় সংক্রমণের কারণে দুজন মারা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ৪.৪৭ কোটিতে পৌঁছেছে।

২২০ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে

মন্ত্রালয়ের দেওয়া তথ্য অনুসারে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের 0.0২ শতাংশ, যেখানে সংক্রমণ থেকে সেরে ওঠার জাতীয় হার ৯৮.৭৯ শতাংশ। দেশে করোনা থেকে মৃত্যুর হার ১.১৯ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে২২০.৬৫ কোটি ডোজ অ্যান্টি-কোভিড -১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

এই পরিস্থিতিতে কতটা তৈরি হাসপাতাল? ১০ ও ১২ এপ্রিল বাংলা সহ একাধিক রাজ্যে মকড্রিল করা হবে । নীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator