CPM leader Md Selim: ‘OMR শিট নষ্টে সিআইডি জড়িত’, নিয়োগ দুর্নীতিতে অভিযোগ সেলিমের

নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই শাসকদলের বিভিন্ন নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে এবার নিয়োগ দুর্নীতিতে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিকে দায়ী করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, ওএমআর শিট নষ্টের পিছনে জড়িত সিআইডি। তাঁর বক্তব্য, বছর চারেক আগে নিয়োগ দুর্নীতিতে অয়নকে গ্রেফতার করেছিল সিআইডি। কিন্তু, পরে তাঁকে ছেড়ে দেয়। তাতে প্রমাণিত হয় সিআইডি নিয়োগ দুর্নীতিতে জড়িত। বর্ধমানে দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করেছেন মহম্মদ সেলিম।

তাঁর বক্তব্য, সিআইডি অয়নকে গ্রেফতারের পর যখন ছেড়ে দিয়েছিল তারপরে কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমার ভালো পোস্টিং পেয়েছিলেন। এদিকে পালটা সিপিএমকে আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের পরিবারের লোকজনের চাকরি সুপারিশের ভিত্তিতে হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ তুলেছেন, বাম আমলে চাকরি পাইয়ে দিতে দুর্নীতি হতো। তিনি বাবা কমল গুহের নাম তুলে এই অভিযোগ তুলেছেন। এ নিয়ে উদয়ন গুহকে নিশানা করেছেন মহম্মদ সেলিম। তিনি উদয়ন গুহকে নিশানা করে বলেন, ‘ছেলে নিজের বাপের পিণ্ডি চটকাচ্ছে।’ এদিকে, তৃণমূলের পাশাপাশি বিজেপকেও নিশানা করতে ছাড়েননি মহম্মদ সেলিম। দুর্নীতির প্রসঙ্গে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘এখন হিরণ বিজেপিতে আছেন। তৃণমূলে গেলেই তিনি তাদের কথা বলবেন।’

অন্যদিকে, সিঙ্গুরে শিল্প নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভাঙতে জানেন। তিনি গড়তে জানেন না। সিঙ্গুরে শিল্প পরিকাঠামো, মূল বিল্ডিং বুলডোজার দিয়ে ধ্বংস করেছেন। সেখানে সর্ষে বীজ থেকে হাব অনেক কিছু করার কথা বলেছেন। কিন্তু কিছুই হয়নি।’ পাল্টা সিপিএমকে করেছেন, কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। তিনি বলেন, ‘এখন সিপিএম দিক শূন্য হয়ে গিয়েছে। তাই নেতারা ভুলভাল বকছেন।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup