Mahendra Singh Dhoni Comes To Bat In CSK Training Before IPL 2023 Starts Fans Cheer In Joy, Watch Video


নয়াদিল্লি: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, শুক্রবার, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। গত মরসুমে লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল সিএসকে। গত বারের হতাশা ঝেড়ে ফেলে নতুন মরসুমে আবারও খেতাব জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হলুদ বিগ্রেড। টুর্নামেন্ট শুরুর পূর্বে জোরকদমে চলছে প্রস্তুতি। আর সিএসকের প্রস্তুতি শিবিরে আবারও দেখা গেল ধোনি-উন্মাদনা।

দর্শকদের ভিড়

করোনার কারণে বিগত কয়েক বছর আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠে খেলতে পারেনি। তবে করোনার চোখরাঙানি কমেছে। এ বছর আবারও আইপিএলে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে টুর্নামেন্ট খেলা হবে। অর্থাৎ সিএসকেকে আবারও চিপকে নিজেদের ঘরের মাঠে খেলতে দেখা যাবে। ধোনির নেতৃত্বাধীন সিএসকে দলের সমর্থকের অভাব নেই। ‘থালা’ ধোনির প্রতি চেন্নাই সমর্থকদের ভালবাসার কথা নতুন করে বলার প্রয়োজন হয় না। টুর্নামেন্ট শুরুর আগে বর্তমানে চিপকেই নিজেদের প্রস্তুতি সারছে হলুদ ব্রিগেড।

নায়কের প্রত্যাবর্তন

সোমবার নিজেদের মধ্যে এক অনুশীলন ম্যাচও খেলে সিএসকে। হলুদ ব্রিগেডের অনুশীলন দেখতেও এদিন হাজার হাজার মানুষ চিপকে ভিড় জমান। ধোনি অনুশীলন ম্যাচে ব্যাট-গ্লাভস হাতে মাঠে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন দর্শকরা। সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও আপলোড করা হয়। ছবিটির ক্যাপশনে এক বিখ্যাত দক্ষিণী ছবির একটি লাইন দেওয়া যায়, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘নায়ক আবার ফিরে এসেছেন।’

 

প্রসঙ্গত, এই মরসুমই ধোনির শেষ আইপিএল মরসুম হতে পারে বলে জল্পনা তুঙ্গে। এই সকল জল্পনা-কল্পনার মাঝে ধোনির নেতৃত্বাধীন সিএসকে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলতে পারে কি না, সেটাই দেখার বিষয়।

আইপিএলে স্মিথ

বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একেবারে প্রথমের সারিতে স্টিভ স্মিথের (Steve Smith) নাম আসবেই। তবে সেই স্মিথই গত বারের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। এবারের নিলামে তিনি নামই দেননি। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারকে আইপিএলে (IPL 2023) দেখতে পাওয়া যাবে না, এটা ভেবেই ক্রিকেট সমর্থকরা বেশ খানিকটা হতাশই ছিলেন বটে। তবে শেষমেশ সেই হতাশা কাটতে চলেছে। স্মিথকে আইপিএলে দেখা যাবে।

স্মিথ নিজের সোশ্যাল মিডিয়াতেই এক ভিডিও-র মাধ্যমে আইপিএলে নিজের অংশগ্রহণের কথা জানান। তিনি বলেন, ‘প্রণাম ভারত। তোমাদের জন্য একটা ভাল খবর রয়েছে। আমি আইপিএলে যোগ দিতে চলেছি। ভারতে একটা দুর্দান্ত দলের অংশ হতে চলেছি।’ যদিও স্মিথ কোন দলে যোগ দিচ্ছেন সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু না বলায়, তাঁকে কোন দলে দেখা যাবে, তা নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়। একাধিক রিপোর্ট অনুযায়ী, স্মিথ কোনও আইপিএল ফ্রাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন না, বরং তাঁকে আইপিএলে ধারাভাষ্য দিতেই দেখা যাবে।

আরও পড়ুন: আহত প্রসিদ্ধের বদলি হিসাবে তারকা ফাস্ট বোলারকে দলে নিল রাজস্থান রয়্যালস