Udayan Guha: ‘‌আপনারা শিক্ষার বাবার পিন্ডিও চটকেছেন’‌, সেলিমকে তুলোধনা করলেন উদয়ন

শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে এখন সরগরম রাজ্য। কারণ অভিমুখ এখন ঘুরে গিয়েছে সিপিএমের দিকে। আর তার একের পর এক নাম–সহ চিরকূটে চাকরি সামনে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সম্প্রতি উত্তরবঙ্গে উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাবি করেন, বাম জমানায় তাঁর বাবা কমল গুহও নাকি চাকরির জন্য সুপারিশ করেছেন। আর তাতে যোগ্যরা না পেয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে। এই মন্তব্য করতেই উদয়ন গুহকে আক্রমণ করেন মহম্মদ সেলিম। এবার তারই পালটা জবাব দিলেন উদয়ন গুহ।

ঠিক কী বলেছিলেন উদয়ন গুহ?‌ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে সিপিএমকে দায়ী করেন। আর তাঁর বাবা কমল গুহর অবস্থানও স্পষ্ট করেন। যা নিয়ে আজ রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। উদয়ন গুহ বলেছিলেন, ‘‌দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।’‌


তারপর ঠিক কী ঘটল?‌ উদয়ন গুহের এই মন্তব্য নিয়ে তাঁকে চাঁচাছোলা ভাষায় বিদ্ধ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আজ, মঙ্গলবার সেসবের জবাব দিতে গিয়ে ফেসবুকে সরাসরি নাম করে মহম্মদ সেলিমকে তুলোধনা করেন। এমনকী এই নিয়োগ দুর্নীতিতে যে সেলিমের দল যুক্ত ছিল সেটাও বুঝিয়ে দিয়েছেন দিনহাটার বিধায়ক। আর সেটা বোঝাতে গিয়ে এমন সব কথা বলেছেন যা নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি।

ঠিক কী বলেছেন সেলিম–উদয়ন? কমল গুহের ছেলে উদয়ন গুহের মন্তব্যের তীব্র নিন্দা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘‌লোকে মৃত বাবার পিণ্ড দান করেন। উনি বাবার পিণ্ডি চটকাচ্ছেন।’‌ এই মন্তব্যে বেজায় চটেছেন উদয়ন গুহ। তবে তিনি পালটা দিয়ে ফেসবুকে লিখলেন, ‘‌সেলিম আপনারা শুধু নিজের বাবার নন, শিক্ষার বাবার পিন্ডিও চটকেছেন। আজ সেলিমের জন্য, এরা সবাই তৃতীয় বিভাগে পাশ করে প্রাথমিক শিক্ষিকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে। আর আমি সুপারিশ করেছি। চাকরি দিইনি। চাকরি দেওয়ার অধিকার আমার ছিল না।’‌