IPL 2023: Bollywood Singer Arijit Singh To Perform In IPL Opening Ceremony At Narendra Modi Stadium In Ahmedabad


আমদাবাদ: আইপিএলের (IPL 2023) প্রথম দিন আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে নামছেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর দল চেন্নাই সুপার কিংসের সামনে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্য বনাম মাহি দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।

তবে ক্রিকেটের বাইরেও আকর্ষণ কম কিছু থাকছে না। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বুধবার ঘোষণা করা হল যে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউডের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংহ!

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে, ৩১ মার্চ, সন্ধ্যা ৬টায় অরিজিতের সঙ্গীতানুষ্ঠান হবে। সাতটায় টস হবে। তারপর সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ। আইপিএল মানেই ক্রিকেট ও মনোরঞ্জনের অভূতপূর্ব সংমিশ্রণ। শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো বলিউড তারকার আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির কর্ণধারও বটে। এ বছরেই আইপিএলে নিজের প্রিয় দলের ম্যাচ দেখতে যে মায়ানগরীর একাধিক তারকা উপস্থিত থাকবেন, তেমনটা আশা করাই যায়। মায়ানগরীর পরিচত মুখদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে

ারফর্ম করতেও দেখা যাবে।

আরও পড়ুন: কেকেআরের সবচেয়ে বড় শক্তি কী? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন নিউজিল্যান্ডের তারকা

 


২০১৯ সালের থেকে করোনার কারণে আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ ছিল। তবে এই বছর আবারও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে বলেই খবর। শোনা যাচ্ছে এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাতে উপস্থিত থাকবেন তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia), রশ্মিকা মান্দান্নারা (Rashmika Mandanna) মতো বলিউড অভিনেত্রীরা। এই তারকারা পারফর্ম করলে, দর্শকরা যে তা উপভোগ করবেন, সেটা বলাই বাহুল্য।

চণ্ডীগড়ে নাইটরা

আইপিএলে (IPL 2023) তাঁদের অভিযান শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। বুধবার চণ্ডীগড়ে পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্রিকেটারেরা। তবে বিমানযাত্রার ধকল কাটাতে বুধবার সন্ধ্যায় টিমহোটেলেই বিশ্রাম নিলেন নীতীশ রানা (Nitish Rana), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ছেন কেকেআর ক্রিকেটারেরা। কেকেআর শিবির থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ঘণ্টাদুয়েক সময় জিমে কাটাবেন রানা, উমেশ যাদব, রিঙ্কু সিংহরা।তারপর সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা, তিন ঘণ্টা মোহালি স্টেডিয়ামে প্রস্তুতি সারবেন শাহরুখ খান, জুহি চাওলার নাইটরা।

১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ষোড়শ আইপিএলে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচকে বরাবর বীর-জারার লড়াই বলা হয়। কারণ, পাঞ্জাব কিংসের অন্যতম মালকিন প্রীতি জিন্টা। আর কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। পর্দায় যাঁরা সুপারহিট বীর-জারা সিনেমায় সম্পর্কের রসায়ন গেঁথেছিলেন। মাঠে দুই বন্ধুর দলের লড়াইয়ে কিন্তু এগিয়ে শাহরুখই। পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের রেকর্ড ঈর্ষণীয়। কেকেআরের ঝুলিতে রয়েছে জোড়া ট্রফিও। যেখানে ১৫ বছরের আইপিএলে পাঞ্জাবের সেরা পারফরম্যান্স ২০১৪ সালে রানার আপ হওয়া। সেবার প্রীতির দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআরই।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগামী ১ এপ্রিল নিজেদের আইপিএল অভিযান শুরু করছে পাঞ্জাব কিংস। আর প্রথম ম্যাচেই তারকা ইংরেজ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে পাচ্ছেন না শিখর ধবনের দল। সদ্য সদ্য হাঁটুর চোট সারিয়ে উঠেছেন লিভিংস্টোন। এখনও পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে কোনও ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। উল্লেখ্য, হাঁটুর চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেকের পর থেকে আর ২২ গজে নামেননি তিনি। এদিকে পাঞ্জাব কিংসের জার্সিতে গত কয়েক বছরে বেশ ভাল পারফর্ম করেছেন লিভিংস্টোন। কুড়ির ফর্ম্যাটে বিধ্বংসী ব্য়াটিং ও বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন দরকারে।