India Coronavirus Update: কোভিড গ্রাফে লাফ! গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৩০০০

<p><strong>নয়াদিল্লি:</strong> ফের কোভিড গ্রাফে লাফ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজারেরও বেশি নতুন ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন। গত কালের তুলনায় সংক্রমণে অন্তত ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৭১ শতাংশ।</p>
<p>নতুন করে কোভিডে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। নতুন করে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র থেকে ৩ জন, দিল্লি থেকে ২ জন, হিমাচল প্রদেশ থেকে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরল থেকে মিলেছে ৮ জনের মৃত্যুর খবর। এখন দেশের মোট সংক্রমণের মধ্যে ০.৩ শতাংশ অ্যাক্টিভ কেস। সংক্রমণ বাড়লেও দৈনিক সুস্থতার হার আশা জাগাচ্ছে। দেশে কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য় মন্ত্রকের ওয়েবসাইট।&nbsp;</p>
<p>কোভিড নিয়ে সতর্কতা শুরু হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। পাশাপাশি রাজ্যগুলোও কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। সারা দেশেই হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণের হার। গত ১৬ জানুয়ারি যেখানে দিল্লিতে একজনও কোভিড সংক্রমিত ছিলেন না। সেখানে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিড সংক্রমিত হয়েছেন ৩০০ জন। মহারাষ্ট্রের একাধিক জেলাতেও কোভিড সংক্রমণ বৃদ্ধি নজরে এসেছে।</p>
<p><a title="আরও পড়ুন: কর্নাটক এবার কংগ্রেসের? নাকি মসনদে ফের বিজেপি? কী ইঙ্গিত সি ভোটারের?" href="https://bengali.abplive.com/news/abp-c-voter-karnataka-election-2023-opinion-poll-will-congress-make-a-comeback-bjp-stands-where-966795" target="_blank" rel="noopener">আরও পড়ুন: কর্নাটক এবার কংগ্রেসের? নাকি মসনদে ফের বিজেপি? কী ইঙ্গিত সি ভোটারের?</a></p>