Mamata Banerjee: আটকালে? ট্রেন ভাড়া করব! স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতে ‘দিল্লি চলো’র ডাক মমতার

ধরনার প্রথম দিনই কেন্দ্রের ‘বঞ্চনার’ বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছিলেন প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধারনায় বসবেন। দ্বিতীয় দিন নেতাজির স্লোগান হাতিয়ার করে ‘দিল্লি চলো’র ডাক দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ধরনা মঞ্চের শেষ দিনে মমতা বলেন, ‘আরও এক দফা হোক চলো, দিল্লি চলো। নেতাজি, গান্ধীজি, অম্বেদকর, রবীন্দ্রনাথ, নজরুলের ছবি হাতে নিয়ে আমরাও দিল্লি যেতে পারি।’

১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা-সহ একাধিক প্রকল্পের কাজের টাকা কেন্দ্রের আটকে রাখার বিরুদ্ধে রেড রোডে অম্বেদকর মূর্তির পাশে ধরনায় বসেছে তৃণমূল কংগ্রেস। ৩০ ঘণ্টার ধরনার বৃহস্পতিবারই শেষ দিন। সেই দিনেও কেন্দ্রের মোদী সরকারেরর বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তিনি বলেন,’আমি সব বিরোধী দলকে যেমন বলছি, তেমনই বুদ্ধিজীবী, ছাত্র, যুব সবাইকে বলছি – জোট বাঁধো। মানুষের উপর জুলুম না কমলে আবার ‘চলো দিল্লি চলো’ হবে। আমরা নেতাজি, গান্ধীজি, আম্বেদকরের ছবি হাতে নিয়ে আমরাও দিল্লি যেতে পারি।’

তৃণমূলের ধরনা মঞ্চের দ্বিতীয় দিনের প্রতিবেদন

মুসলিম এলাকা এড়িয়ে চলুন, রামনবমীর মিছিল নিয়ে ফের সতর্কতা মুখ্যমন্ত্রীর

গানের ব্যান্ড গড়বেন মমতা ঘোষণা ধরনা মঞ্চে, তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি

‘সব ফাইল খুঁজে বের করতে বলেছি’, ডিএ আন্দোলনকারীদের ফের হুঁশিয়ারি মমতার

যদি আটকে দেওয়া হয়। সেই আশঙ্কা করে তৃণমূল নেত্রী বলেন, ‘কী করে আটকাবেন? ট্রেন দেবেন না? নিজেরা ট্রেন ভাড়া করে যাব।’

এর আগে বিরোধী জোটের পক্ষে সওয়াল করলেও কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখেই চলছিল তণমূল। তবে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ হয়ে যাওয়ার পর সেই ছবিটা পাল্টেছে। তৃণমূল নেত্রী এই সাংসদপদ খারিজের বিরুদ্ধে সুর চড়া করেছেন। অভিষেকেও রাহুল গান্ধী পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। এমন কী রাহুলের পদ খারিজের প্রেক্ষিতে দাঁড়িয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে তৃণমূল। এই পরিস্থিতিতে ধরনা মঞ্চে দাঁড়িয়ে ‘দিল্লি চলো’র লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ।