Mamata on Howrah Violence: হাওড়াকাণ্ডে ‘মিছিলে কেউ বাধা দেয়নি’ বার্তা দিদির, ‘মমতা হিংসার জন্য দায়ী’ পাল্টা বিজেপি

রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্তি ছড়িয়েছে হাওড়ায়। হাওড়ার শিবপুরে এদিন রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক অশান্তি দেখা যায়। মুহূর্তে এলাকা প্রায় রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি বাগে আনতে নামে পুলিশ। ততক্ষণে জায়গায় জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরস্থিতি নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বারবার একই চেষ্টা। আজও হাওড়ায় দাঙ্গা করেছে। আমি বারবার বলেছি রামনবমীর মিঠিল আটকাব না। আপনারা যান, শান্তিপূর্ণভাবে করুন। আমাদের পার্টিকে বলেছি। পুলিশকে ডায়রেক্ট নির্দেশ দেওয়া ছিল…।’  মমতা বলেন, ‘বারবার বারণ করছিলাম, আমি তো ওদের বন্ধ করিনি। বাইরে থেকে ভাড়া করে গুণ্ডা দিয়ে আগুন লাগিয়ে দাও,দাঙ্গা লাগিয়ে দাও।’  পাশাপাশি মমতার প্রশ্ন মিছিলের রুট কেন বদল করা হল, তা নিয়ে। অনুমোদিত রুটে মিছিল না গিয়ে,  অন্য রুট দিয়ে কেন ওই মিছিল গিয়েছে তা নিয়ে রেড রডের ধরনা মঞ্চ থেকে প্রশ্ন তোলেন মমতা। তিনি সাফ জানান, যাঁরা ঘটনায় দায়ী নন, তাঁদের গ্রেফতারি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, ‘ তোমাকে মিছিল করতে কেউ বাধা দেয়নি। তোমায় তলোয়ার, বুলডোজার নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে?’ মমতা বলেন, ‘ওরা বুলডোজার ব্যাবহার করেছে, জবাব তোমায় দেব। তোমরা রুট পরিবর্তন করলে কেন, তুমি আনঅথারাইজড রুটে গিয়েছ… ইচ্ছে করে কমিউনিটিকে ধাক্কা দেওয়ার জন্য, হামলা করার জন্য।’ মমতা বলেন,’হামলাই করো, মামলাই করো, জনতার আদালতে টিকবে না ফন্দি।’ (  ‘সনাতনের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই’, ধর্মীয় সভা থেকে বার্তা ভাগবতের)

(‘ধন্যবাদ রাহুল গান্ধী…’, জার্মানির বার্তার পর পাল্টা পোস্ট কেন্দ্রীয় মন্ত্রীর )

( কর্ণাটকে কি এবার কংগ্রেসের বিজয় ডঙ্কা বাজবে? জনমত সমীক্ষার পরিসংখ্যান একনজরে)

এদিকে, হাওড়ার শিবপুরে এমন দাঙ্গার ঘটনায় মমতাকে কাঠগড়ায় রেখেতোপ দাগে বিজেপি। বিজেপির তরফে অমিত মালব্য বলেন, ‘ বাংলার মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতাই সরাসরি এই হিংসার জন্য দায়ী। যখন ১০ হাজার মিছিল বের হচ্ছে, তখন তিনি ধরনায় ছিলেন। যখন তাঁর পুলিশি ব্যবস্থাপনা দেখার কথা তিনি তখন রাজনীতি করছিলেন।’ উল্লেখ্য, হাওড়ায় শিবপুরের ঘটনায় এদিন ব্য়াপক উত্তেজনা ছড়ায়। ১০ থেকে ১৫ জন ঘটনায় আহত হয়েছেন বলে খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup